এক পলকে দেখে নিন যীশুর আত্মশুদ্ধ করা সেই মহান বাণীগুলি
1.আমি আছি তোমার সঙ্গে চিন্তা কেনো তোমার…একবার ডাকো ..দেখবে সারা পাবে আমার ।
2.দান করো প্রতিদানে তুমিও পাবে,
আর তুমি যেমন দেবে ঠিক ততখানি ফেরত পাবে।
3.কাউকে দোষ দিও না দেখবে তুমিও দোষী হবে না।
4.ক্ষমা করো তুমিও ক্ষমা পাবে।
5.ধার দিও ফেরত পাবার কথা না ভেবে, বিনিময়ে তুমি মহা পুরস্কার পাবে।
6.ভাইয়ের চোখের কুটটা দেখতে পাও অথচ নিজের চোখের কড়িকাঠ নজরে আসে না।
7.যে তোমার চাদরটা নিয়ে নেয় তাকে তুমি তোমার জামাটাও দিয়ে দাও ।
8.যদি কেউ তোমার এক গালে চর মারে তাকে তুমি অন্য গাল পেতে দাও ।
9. অন্যের কাছে যা আশা করো তাদের প্রতি তুমি তেমনি ব্যবহার করো ।
10. যারা তোমাকে ভালবাসে শুধু তাদেরকেই ভালবাসলে তোমার কৃত্বিত কোথায় বলো ? পাপীরাও তো তাই করে ।
আরও পড়ুন: হযরত আলী (রাঃ) এর চিরন্তন বাণী, যা বদলে দিতে পারে আপনার জীবন