Site icon The News Nest

Vastu Tips: আপনার বাড়িতেও অ্যাটাচড বাথরুম? তাহলে অবশ্যই মেনে চলুন বাস্তুর এই নিয়ম

vastu 1612314435

আধুনিক যুগে বিভিন্ন কায়দায় বাড়িঘর তৈরি করা হয়। নিজের মনের মতো করে তাকে সাজিয়ে তোলে সকলেই। হাতের কাছে সুযোগ সুবিধা গড়ে তুলতে বিভিন্ন পদক্ষেপ নেয়। বিশেষ করে, ঘরের সঙ্গে অ্যাটাচড বাথরুম (Attached Bathroom) তৈরির দিকে ঝোঁকে অধিকাংশ মানুষই। এক্ষেত্রে অনেকেই কিছু নির্দিষ্ট নিয়ম না মেনে বাথরুম তৈরি করে। কিন্তু, এই কয়েকটি নিয়ম মাথায় রাখা উচিত।

আরও পড়ুন: Basanta Panchami 2023: বসন্ত পঞ্চমীতে রয়েছে সরস্বতী ও কামদেবের পুজোর বিধান! কারণ জানুন

আরও পড়ুন: Maha Shivratri 2023 : আজ মহা শিবরাত্রি, জানুন শিব পুজোর শুভ মুহুৰ্ত, মন্ত্ৰ, নিয়ম

Exit mobile version