Vastu Tips: Lucky Plants Placing Vastu Tips, Know The Names

Vastu Tips: অর্থ পেতে দুর্গাপুজোয় বাড়িতে পুঁতে নিন এই গাছগুলি! ফিরবে ভাগ্য

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

দুর্গাপুজোর সময় বিশেষ কয়েকটি গাছ বাড়িতে পুঁতলে সম্পত্তি, অর্থের অভাব থাকে না বলে মনে করা হয়। কোন কোন গাছ দশমীর আগে পর্যন্ত সময়ের মধ্যে পোঁতা শুভ, জেনে নিন।

অপরাজিতা– বলা হচ্ছে, দুর্গাপুজোর নবমীর মধ্যে বাড়িতে অপরাজিতা গাছ পুঁতলে তা সুভ ফল দিয়ে থাকে। এই সময় অপরাজিতা গাছ পুঁতলে আর্থিক সমস্যা দূরে সরে যায়। আসতে থাকে, ধন সম্পত্তি।

কলা গাছ– দুর্গাপুজোর সপ্তমীর দিন কলাবউ স্নারে রীতি রয়েছে। বলা হচ্ছে, কলাগাছ যদি দুর্গাপুজোর নবমীর মধ্যে কোনও একদিন বাড়িতে পোঁতা যায়, তাহলে তা মঙ্গলময় ফল দিতে পারে। এতে মা লক্ষ্মীর কৃপা ঘর জুড়ে থাকে।

আরও পড়ুন: Pitru Paksha 2022: পিতৃ ঋণ থেকে মুক্তি পেতে শ্রাদ্ধ ও পিন্ড দান কোথায় করবেন জেনে নিন

শিউলি– বাড়িতে দুর্গাপুজোর সময় যদি শিউলি গাছ পোঁতা যায়, তাহলে কোনও টেনশন থাকলে তা কেটে যাবে। যাবতীয় কাজে বাধা বিপত্তি ও দুশ্চিন্তা কেটে যেতে পারে। কোনও সমস্যা হলে তাও চলে যেতে পারে।

তুলসী– মহালয়ার পর দেবীপক্ষে তুলসীপাতা ঘরে রাখা খুবই উপকারি বলে মনে করা হয়। এই সময়কালে ঘরে তুলসী গাছ পুঁতলেও সৌভাগ্য বাড়ে বলে বাস্তুশাস্ত্রে বিশ্বাস করা হয়। তিনটি বা পাঁচটির বিজোড় ,সংখ্যায় তুলসী পাতা বাড়িতে পোঁতার কথা বলা হচ্ছে।

আরও পড়ুন: Navratri 2022: আজ শুরু নবরাত্রি, প্রথম দিন পুজো হয় পার্বতীর

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest