When is Maha Shivratri in 2022? Check out the date and other important details

Maha Shivratri 2022 : সামনে মহাশিবরাত্রি, জেনে নিন শুভক্ষণ ও চার প্রহরের পুজোর সময়

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

সব ব্রতের মধ্যে শিবরাত্রি ব্রত হল সর্বশ্রেষ্ঠ। মহাশিবরাত্রি ফাল্গুন মাসের কৃষ্ণ পক্ষের চতুর্দশী তিথিতে পালিত হয়। এটি হিন্দুদের কাছে একটি বিশেষ ব্রত। যা কম বয়সী থেকে বেশি বয়সই অনেকেই পালন করে থাকেন। এবছর এই মহাশিবরাত্রি ব্রত পড়েছে পয়লা মার্চ অর্থাৎ মঙ্গলবার। এই বিশেষ উৎসবটি পালন কড়া হয় দেবতা শিবকে উত্সর্গ করে। তবে, এই বছর এই শিবরাত্রির দিন খুব বিশেষ হতে চলেছে। এমনটাই জানাচ্ছেন জ্যোতিষীরা। কারণ এই দিন পঞ্চগড়ী যোগও তৈরি হচ্ছে। এদিন দেবতা শিবের উপাসনা করলে ভগবানের সান্নিধ্য পাওয়া যায়।

মহাশিবরাত্রির তিথি ও মুহূর্ত:

পঞ্জিকা অনুযায়ী চলতি বছর ফাল্গুন মাসের কৃষ্ণ পক্ষের চতুর্দশী তিথি ১ মার্চ ভোর ৩টে ১৬ মিনিটে শুরু হবে এবং শেষ হবে ২ মার্চ সকাল ১০টায়। মধ্য রাত্রি ১টা পর্যন্ত এই তিথিতে পূজার্চনা করা যাবে। মহাশিবরাত্রিতে সারা দিন পুজো করা গেলেও রাতের বেলার পুজোর বিশেষ মাহাত্ম্য রয়েছে। ১ মার্চ সন্ধ্যা ৬টা ২১ মিনিট থেকে মধ্য রাত ১২টা ৩৩ মিনিট পর্যন্ত পুজো করা যাবে।

মহাশিবরাত্রির ৪ প্রহরের পুজোর সময়

প্রথম প্রহরের পুজো- সন্ধ্যা ৬টা ২১ মিনিট থেকে রাত ৯টা ২৭ মিনিট পর্যন্ত।

দ্বিতীয় প্রহরের পুজো- রাত ৯টা ২৭ মিনিট থেকে রাত ১২টা ৩৩ মিনিট পর্যন্ত।

তৃতীয় প্রহরের পুজো- মধ্য রাত ১২টা ৩৩ মিনিট থেকে সকাল ৩টে ৩৯ মিনিট পর্যন্ত।

চতুর্থ প্রহরের পুজো- ২ মার্চ ভোর ৩টে ৩৯ মিনিট থেকে সকাল ৬টা ৪৫ মিনিট পর্যন্ত।

নিশিত কালের পুজোর শুভক্ষণ

মহাশিবরাত্রির দিনে নিশিত কালে পুজোর শুভক্ষণ শুরু হবে মধ্যরাত ১২টা ০৮ মিনিটে। রাত ১২টা ৫৮ মিনিট পর্যন্ত পুজো করা যাবে।

মহাশিবরাত্রির দিনে পুজো করার শুভ সময় হল বেলা ১২টা ১০ মিনিট থেকে ১২টা ৫৭ মিনিট পর্যন্ত।

শিবযোগে মহাশিবরাত্রি

চলতি বছর শিব যোগে মহাশিবরাত্রি পালিত হবে। ১ মার্চ বেলা ১১টা ১৮ মিনিটে শিব যোগ শুরু হবে, যা পুরো দিন থাকবে। ২ মার্চ সকাল ৮টা ২১ মিনিট পর্যন্ত শিব যোগ থাকবে।

মহাশিবরাত্রির পারণের সময়

২ মার্চ সকাল ৬টা ৪৬ মিনিট শিবরাত্রির ব্রত ভঙ্গ করার শুভ সময়।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest