When will Sandhipujo start on Ashtami? How long will it last? Know the time of sacrifice

অষ্টমীতে কখন শুরু হবে সন্ধিপুজো? কতক্ষণ চলবে? জেনে নিন বলিদানের সময়

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

অষ্টমী এবং নবমীর সন্ধিক্ষণে হয় সন্ধিপুজো। যে পুজো অষ্টমীর ২৪ মিনিট এবং নবমীর ২৪ মিনিট হয়। প্রথম ২৪ মিনিট পুজো হওয়ার পরই অষ্টমী তিথি শেষ হয়ে যায়। শুরু হয়ে যায় নবমী। তারপর আরও ২৪ মিনিট হয় সন্ধিপুজো। তারইমধ্যে বলিদান হয়।

পঞ্জিকা অনুযায়ী, কখন সন্ধিপুজো শুরু হবে, কখন শেষ হবে এবং বলিদানের সময় জেনে নিন
তিথি আরম্ভ : ২৫ আশ্বিন/১৩ অক্টোবর, বুধবার (ইংরেজি মতে রাত ১২ টার হয়ে গেলে পরদিন)।

সময় : রাত ১ টা ৪৬ মিনিট ৩৪ সেকেন্ড।

শ্রী শ্রী শারদীয়া দুর্গাদেবীর মহাষ্টমাদি কল্পারম্ভ, কেবল মহাষ্টমী কল্পারম্ভ ও মহাষ্টমী বিহিত পুজো প্রশস্তা : সকাল ৯ টা ২৬ মিনিট ৫৫ সেকেন্ডের মধ্যে। কিন্তু কালবেলানুরোধে ৮ টা ২৮ মিনিট ৫৯ সেকেন্ডের মধ্যে।

সন্ধিপুজো : রাত ১১ টা ২৩ মিনিট ৪৯ সেকেন্ড থেকে রাত ১২ টা ১১ মিনিট ৪৯ সেকেন্ড পর্যন্ত। বলিদান – রাত ১১ টা ৪৭ মিনিট ৪৯ সেকেন্ড।

তিথি শেষ : ২৬ আশ্বিন/১৩ অক্টোবর, বুধবার।

সময় : রাত ১১ টা ৪৭ মিনিট ৪৯ সেকেন্ড।

মহাষ্টমী (বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে)

তিথি আরম্ভ : ২৫ আশ্বিন/১২ অক্টোবর, মঙ্গলবার।

সময় : রাত ৯ টা ৪৯ মিনিট।
শ্রী শ্রী দেবীর মহাঅষ্টমীবিহিত পুজো শুরু : ভোর ৫ টা ৩০ মিনিট।

শ্রী শ্রী দুর্গাদেবীর মহাষ্টমী বিহিত পুজো, মহাষ্টমাদি কল্পারম্ভ (পঞ্চম কল্প) এবং মহাষ্টমী কল্পারম্ভ প্রশস্তা (ষষ্ঠ কল্প) : সকাল ৯ টা ২৭ মিনিটের মধ্যে। কিন্তু বারবেলানুরোধে সকাল সকাল ৮ টা ২৯ মিনিটের মধ্যে।

সন্ধিপুজো : সন্ধ্যা ৭ টা ৪৪ মিনিট থেকে রাত ৮ টা ৩২ মিনিট পর্যন্ত। বলিদান – রাত ৮ টা ৮ মিনিটে।

তিথি শেষ : ২৬ আশ্বিন/১৩ অক্টোবর, বুধবার।

সময় : রাত ৮ টা ৮ মিনিট গতে।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest