Durga Puja 2020: সিঁদুর খেলা মানেই ট্র্যাডিশনাল লালপাড়-সাদা শাড়ি, কেন জানেন?

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

দেখতে দেখতেই কেটে গেল পুজোর পাঁচটা দিন। রাত পোহালেই বাপের বাড়ি ফিরে যাবে উমা। আবার এক বছরের প্রতীক্ষা। এবছর পুজো হলেও সবার মুখের হাসিটা আগের মতো নেই। পুজো প্যান্ডেলেও ছিল বহু রকম বিধিনিষেধ। অঞ্জলি থেকে প্যান্ডেল হপিং সবই এবার বাতিলের তালিকায়। এমনকী ভোগ খাওয়া, সিঁদুর খেলা, দলবেঁধে বিসর্জনে যাওয়া সেসবও এবার নেই।

দশমীর ঘট বিসর্জনের পর উমার শ্বশুরবাড়ি ফিরে যাওয়ার পালা। তার আগে চলে বরণ। সিঁদুর-আলতা-পান-সুপুরিতে বাড়ির মেয়েরা বরণ করে নেয় উমাকে। আর তার পর বিবাহিত মেয়েরা মেতে ওঠেন সিঁদুর খেলায়। পুজোর অন্যতম অংশ হল এই সিঁদুর খেলা। একে অপরের সিঁথিতে সিঁদুর দিয়ে স্বামী ও পরিবারের মঙ্গলকামনা করেন। আর সেই সিঁদুরই বাড়িতে থেকে যায় বছরভর। মাকে মিষ্টিমুখ করিয়ে তবেই বাকিরা মিষ্টি খান। আর প্রতিমা বরণের ক্ষেত্রে সেই আদ্যিকাল থেকেই লালপাড় সাদা শাড়িতে সেজে আসছেন মহিলারা। সঙ্গে মানানসই সোনার গয়না।

আরও পড়ুন: Durga Puja 2020: রাত পোহালেই কুমারী পুজো, জেনে নিন কেন দেবতারা কুমারীরূপে উপাসনা করেছিলেন দুর্গার

একেবারে সাবেকি সাজ। অন্য সব দিন পুজোর সাজে আধুনিকতার ছোঁওয়া থাকলেও দশমী কিন্তু একেবারেই ট্র্যাডিশন্যাল। ছেলেরা সাদা ধুতি-পাঞ্জাবি অথবা কুর্তা-পায়জামা। আর মেয়েরা শাড়ি। লালপাড় সাদা শাড়ি, লাল ব্লাউজ, সিঁথি ভরতি সিঁদুর আর গয়নায় এদিন প্রত্যেকেই হয়ে ওঠেন দশভুজা। পৃথিবীর যে প্রান্তেই পুজো হোক না কেন দশমীর এই সাজে কোনও অদল-বদল নেই। আর বরণের সময় অবশ্যই মাথায় থাকে ঘোমটা।

আর সিঁদুর খেলা এখন একেবারেই সামাজিক পরবে পরিণত হয়েছে। সিঁদুর পরিয়ে দেবীর কাছে প্রার্থনা করে মেয়েরা বলেন, সর্বলোকের রঞ্জন পরমসৌন্দর্যযুক্ত সিন্দুর তিলক তোমার কপালকে মণ্ডিত করুক।

ভবিষ্য পুরাণে বলা হয়েছে, সিঁদুর স্বয়ং ব্রহ্মার প্রতীক। বিবাহিত নারী সিঁথিতে সিঁদুর দিয়ে পরম ব্রহ্মকেই আহ্বান করে। গীতাতেও কাত্যায়নী ব্রত উপলক্ষ্যে গোপিনীদের সিঁদুর খেলার বিবরণ পাওয়া যায়। কিন্তু তা অবশ্যই কৃষ্ণের মঙ্গল কামনায়। মনে করা হয় পরমব্রহ্ম সংসারের সকল দুঃখ কষ্ট দূর করেন। দেবী রূপে মা পুজো পেলেও যখন তিনি বিদায় নেন, তখন ঘরের মেয়ে। আর এই বরণের সময় নতুন বস্ত্র পরতে পারলে সবচেয়ে ভালো। নইলে অবশ্যই শুদ্ধ বস্ত্র পরতে হয়।

আরও পড়ুন: Durga Puja 2020: দশমীতে নীলকণ্ঠ পাখি দর্শনের পিছনে রয়েছে পৌরাণিক উপাখ্যান, আপনার জানা আছে কী?

 

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest