Durga Puja 2022 : when will goddess durga come next year

Durga Puja 2022 : আগামী বছর তাড়াতাড়ি হবে দুর্গাপুজো! একই সঙ্গে পড়েছে ৩টি ছুটির দিন!

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

দশমী (Dashami) মানেই বিষাদের সুর। উমার (Goddess Durga) কৈলাসে ফেরার সঙ্গে সঙ্গে সকলের মন ভারাক্রান্ত হয়ে যায়। সকলের মন খারাপ নিয়ে ঘরের মেয়েকে বিদায় জানায়। এই বছর উমা কৈলাসে ফিরবেন দোলায় যার অর্থ মড়ক কিংবা মহামারী। তাই সকলেই বেজায় মন খারাপ এবং মনে ভীতি সকলের। বিজয়া দশমীর দিন একরাশ মন খারাপ থাকলেও সকলে তাকিয়ে থাকেন আগামী দুর্গাপুজোর (Next Year’s Durga Puja) দিকে।

বছরের নতুন পঞ্জিকা বা ক্যালেন্ডার হাতে পেলেই বাঙালিরা যেই দিনগুলিতে সবার আগে চোখ বোলায়, তার মধ্যে দুর্গা পুজো (Durga Puja) একটি। উৎসবপ্রেমী বাঙালির সবচেয়ে বড় পার্বণ এই দুর্গা পুজো। এক নজরে দেখে নিন আগামী বছর অর্থাৎ ২০২২ সালের দুর্গাপুজোর দিনক্ষণ (Durga Puja 2022 Date & Time)।

আগামী বছর ২০২১-এর তুলনায় কিছুটা এগিয়ে এসেছে পুজোর রুটিন। কবে থেকে শুরু হচ্ছে? রইল তারিখ।

  • ২০২২ সালে ১ অক্টোবর ষষ্ঠী। শনিবার পড়েছে। তার পরের দিন ২ অক্টোবর রবিবার। অর্থাত্ যাঁরা ষষ্ঠী-সপ্তমীতে অফিস ছুটি নেই বলে হাপিত্যেশ করেন, তাঁদের বেশ মজা। তবে ওই একইদিন গান্ধী জয়ন্তী থাকায় সেই ছুটিটা নষ্ট হচ্ছে।
  • এরপর সোম থেকে বুধবার অষ্টমী, নবমী এবং দশমী।
  • লক্ষ্মীপুজো পড়েছে ৯ অক্টোবর, রবিবার। বেসরকারি চাকুরিজীবীরা সাধারণত লক্ষ্মীপুজোয় ছুটি পান না। তাঁদের জন্য তাই আগামী বছর সুখবর।
  • কালীপুজো পড়েছে ২৪ অক্টোবর। সোমবার।
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest