Happy Diwali 2021: Wishes, messages, quotes, greetings, WhatsApp and Facebook status to share with your family and friends

Happy Diwali 2021- প্রিয়জনদের জানান দীপাবলির শুভেচ্ছা, পাঠান সেরা বার্তা

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

আগামিকাল আলোর উৎসব। অশুভ শক্তির ওর শুভ শক্তির জয় হিসেবেও পালিত হয় দীপাবলি। অমাবস্যার নিকষ কালো অন্ধকারের বুক চিরে প্রদীপের আলো জানান দেয় শুভ শক্তির উপস্থিতির। দীপাবলির সন্ধ্যায় লক্ষ্মী পুজো, উপহার ও মিষ্টি আদান প্রদানের মাধ্যমে আনন্দ ভাগ করে নেওয়ার ধুম পড়ে যায়। একে অপরকে শুভেচ্ছাবার্তা পাঠিয়ে আনন্দ ভাগ করতেও পিছপা হন কেউই। বর্তমান পরিস্থিতিতে একে অপরের বাড়ি গিয়ে শুভেচ্ছা জানানো সম্ভব নয়। তাই এখানে দীপাবলির কয়েকটি শুভেচ্ছা দেওয়া রইল।

 • আলোয় ভুবন ভরিয়ে দে মা , ঘুচিয়ে দে মা যত কালো !
  মনের আঁধার মুছিয়ে দে মা , মনাকাশে জ্বেলে আলো !!
  শ্রী শ্রী শ্যামা মায়ের আশীর্বাদের বারিধারা সবার উপর বর্ষিত হোক !!
 • এসে গেল দীপাবলী…
  আলোর উৎসব..
  বাজির উৎসব..
  খুশীর উৎসব..
  সব উত্সবের সেরা এই উত্সবে তোমায় জানাই
  দীপাবলীর অনেক অনেক শুভেচ্ছা..

আরও পড়ুন: টাক লুকিয়ে বিয়ে! নতুন বউ নালিশ জানাল থানায় !

 • অন্তরাত্মার আলোর সামনে বিশ্বের সমস্ত আলো ফিকে পড়তে পারে। এই উৎসবে নিজেকে সেই আলোর সঙ্গে একাত্ম করে আনন্দে মেতে উঠুন। শুভ দীপাবলি।
 • দীপাবলির শুভেচ্ছা। আলোর উৎসবের জাঁকজমক আপনার জীবনকে আনন্দময় করে তুলুক ও আগামী বছর আনন্দ ও উন্নতিতে কাটুক।
 • চাঁদের মিষ্টি জ্যোত্স্নার সাথে তারাদের শীতল ঔজ্জ্বল্য থাকুক..
  আর দীপাবলীর প্রদীপের সাথে তোমার মুখে খুশীর সাগর থাকুক..
  যে সাগরের ঢেউ পৌঁছে যাবে তোমার হৃদয়ে..
  শুভ দীপাবলী..

877656 hand 4544076960720

 • দীপাবলির দৈব আলো আপনার জীবনে শান্তি, সমৃদ্ধি, আনন্দ, সুস্বাস্থ্য ও উন্নতির সঞ্চার করুক।
 • আসুন সকলের জীবনে আনন্দ ছড়িয়ে নতুন ভাবে এই দীপাবলি উপভোগ করি। শুভ ও নিরাপদ দীপাবলির শুভেচ্ছা।
 • প্রদীপের ঔজ্জ্বল্য ও মন্ত্রোচ্চারণের শুদ্ধতা আমাদের জীবনকে সমৃদ্ধি ও আনন্দে ভরিয়ে তুলুক। শুভ দীপাবলি।
 • রঙ্গোলির রঙের মতো এই দীপাবলি আপনার জীবনে নতুন হাসি, আনন্দ, অনাবৃত পথ, পৃথক দৃষ্টিভঙ্গী উন্মুক্ত করুক। দীপাবলির শুভেচ্ছা।

আরও পড়ুন: বাজি ফাটানো বন্ধ করতে গিয়ে বেলুড়ে আক্রান্ত পুলিশ, গুরুতর আহত ৭ পুলিস কর্মী

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest