এ সপ্তাহেই কোজাগরী লক্ষ্মীপুজো, জেনে নিন দিনটির পৌরাণিক গুরুত্ব আর দিন -ক্ষণ -সময় -তিথি

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

করোনা অতিমারীতে নিউ নর্মালের মাঝেই এবারের দুর্গাপুজো কেটে গেল অন্যভাবে। আর দুর্গাপুজো কেটে যেতেই এবার লক্ষ্মীপুজোর পালা। অতিমারীর আবহে এবার আসছে কোজাগরী লক্ষ্মীপুজো।

এমনিতে বাঙালি হিন্দুর ঘরে প্রতি সপ্তাহের বৃহস্পতিবার লক্ষ্মী পূজিত হন। আশ্বিন মাসের শেষে পূর্ণিমা তিথিতে কোজাগরী লক্ষ্মী পুজো হয়ে থাকে। চলতি বছর ৩০ অক্টোবর শরৎ পূর্ণিমার দিনে কোজাগরী লক্ষ্মী পুজো হবে। হিন্দু শাস্ত্রে শরৎ পূর্ণিমার গুরুত্বও অপরিসীম।

উল্লেখ্য, শস্য, ধন-সম্পদের দেবী বলে ভাদ্র সংক্রান্তি, পৌষ সংক্রান্তি, চৈত্র সংক্রান্তি, শরৎ পূর্ণিমা, দীপাবলীর দিনে লক্ষ্মী পুজো করা হয়। খারিফ ও রবি ফসল তোলা হলে বাঙালি হিন্দু পরিবারে লক্ষ্মী আরাধনা হয়। প্রাচীন রীতি অনুযায়ী, গোলাঘরকে লক্ষ্মীর প্রতীক মনে করা হয়। পশ্চিমবঙ্গ-সহ ওড়িষ্যা, আসামেও কোজাগরী লক্ষ্মী পুজো হয়।

আরও পড়ুন: Durga Puja 2020: সিঁদুর খেলা মানেই ট্র্যাডিশনাল লালপাড়-সাদা শাড়ি, কেন জানেন?

শরৎ পূর্ণিমা বা কোজাগরী লক্ষ্মী পুজোর দিনে লক্ষ্মী স্বর্গ থেকে মর্ত্যে নেমে আসেন ও সকলের বাড়ি গিয়ে, তাঁদের আশীর্বাদ দেন। প্রচলিত ধারণা অনুযায়ী, যাঁদের বাড়ির দরজা বন্ধ থাকে, সেখান থেকে লক্ষ্মী ফিরে যান। কোজাগরী লক্ষ্মী পুজো করলে ঋণমুক্তি ঘটে। তাই শরৎ পূর্ণিমাকে আবার ঋণমু্ক্তি পূর্ণিমাও বলা হয়।

এ-ও মনে করা হয়, শরৎ পূর্ণিমার দিনে চাঁদ নিজের ১৬ কলায় পরিপূর্ণ হয়ে পৃথিবীতে অমৃত বর্ষণ করে। শরৎ পূর্ণিমার রাতে পায়েস বানিয়ে খোলা আকাশের নীচে রেখে, সকালে তা প্রসাদ হিসেবে খাওয়ার প্রথা বহু জায়গায় প্রচলিত। মনে করা হয়, এর ফলে রোগমুক্তি হয় ও দীর্ঘায়ু লাভ করা যায়।

দেখে নেওয়া যাক এর দিন, ক্ষণ, সময়, তিথি:

বাংলা ১৪২৭, ১৩ কার্ত্তিক (ইংরেজি ৩০ অক্টোবর, ২০২০) কোজাগরী লক্ষ্মী পুজো হবে। ৩০ তারিখ সন্ধে ৫টা ৪৭ মিনিটে পূর্ণিমা তিথি শুরু হবে। শেষ হবে ৩১ অক্টোবর রাত ৮টা ২১ মিনিটে।

আরও পড়ুন: আগামী বছর কবে দুর্গাপুজো হবে? কোনদিন মহালয়া ? একনজরে দেখে নিন নির্ঘণ্ট

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest