মনের ইচ্ছা পূরণ করতে চান? শ্রাবণের প্রতি সোমবার এ ভাবে করুন মহাদেবের পুজো…

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

আজ থেকেই শুরু হল শ্রাবণ মাস ৷ এই শ্রাবণ মাসকে মনে করা হয় শিবের মাস ৷ তিনি ভোলা মহেশ্বর, তাঁর পুজোয় জীবন হয়ে ওঠে সুন্দর ও সুস্থির৷ শ্রাবণ মাসের পর পর সোমবার শিবের পুজো করলে মনবাঞ্ছা পূরণ হয়ে থাকে৷ প্রতি সোমবার উপোস করে শিবমন্ত্র জপ করলে দ্বন্দ্ব, বিদ্বেষ থেকে মুক্তি পাওয়া যায়৷

শিবের পুজোয় আকন্দ ফুলের মালা, ধুতরা ফুল, দুধ দিয়ে স্নান করালে অত্যন্ত সন্তুষ্ট হন ভগবান শঙ্কর৷ সোমবারের মহাব্রত পালন করলে নিমেষেই সুন্দর হয় জীবন৷ শ্রাবণ মাসের সোমবারের ব্রত পালন করতে চাইলে কিছু নিয়ম অবশ্যই মেনে চলুন। এই মাসের সোমবারগুলিতে নিরামিষ খান৷ শুধুই নিরামিষ না একবেলা ভাত ও একবেলা রুটি খেলে তিথি নক্ষত্র অনুযায়ী জীবনে বিশেষ প্রভাব ফেলে৷ এই দিনগুলি বেগুন এড়িয়ে চলুন। মদ্যপান একেবারেই করবেন না।

সকালে স্নান সেরে শিবের মন্দিরে যান। বা বাড়ির শিবলিঙ্গে গঙ্গাজল, বেল পাতা, ঘি, দুধ সহযোগে পুজো করুন। মহাদেবের অভিষেকে কখনও হলুদ ব্যবহার করবেন না। যাঁরা উপবাস করবেন তাঁরা দুধ খাবেন না। তাছাড়া এই সময় নারী-পুরুষ উভয়ের ব্রহ্মচর্য পালন করা উচিত।

২০২০ সালে শ্রাবণ মাসের অন্যান্য সোমবারগুলি কোন কোন তারিখে পড়ছে? জেনে নিন।

জুলাই ৬- শ্রাবণ মাসের প্রথম সোমবার।
জুলাই ১৩- দ্বিতীয় শ্রাবণ সোমবার।
জুলাই ২০- তৃতীয় শ্রাবণ সোমবার।
জুলাই ২৭- চতুর্থ শ্রাবণ সোমবার।
জুলাই ৩১- পঞ্চম এবং শেষ শ্রাবণ মাসের সোমবার।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest