ইতিহাসে প্রথমবার! জগন্নাথ দেবের রথযাত্রায় বাদ পড়লেন সাধারণ মানুষ, জারি থাকবে ১৪৪ ধারা

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

The News Nest: করোনা (COVID-19) পরবর্তী পর্যায়ে কী ভাবে প্রভু জগন্নাথ দেবের (Jagannath Dev) রথযাত্রা সম্পন্ন করা হবে, সেই নিয়ে ভাবনায় পড়েছিল ওড়িশা প্রশাসন। রথযাত্রা হবে কিনা তা নিয়ে ছিল বড়সড় প্রশ্ন। সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৩ জুন রথযাত্রায় প্রভু জগন্নাথের সেবায় থাকবেন ৫ হাজার সেবায়েত। পুরীর মন্দির অঞ্চল জুড়ে জারি থাকবে ১৪৪ ধারা।

মন্দির সোসাইটির পক্ষ থেকে তিনটি হাতি রাখার প্রস্তাবও দেওয়া হয়েছে। এবারের পুরীর রথযাত্রার বড় চমক এই হাতিই। প্রশাসনের পক্ষ থেকে পুলিশ কর্মী মোতায়েন থাকলেও রথের দড়ি টানবেন ৫ হাজার সেবায়েত। এই মুহূর্তে পুরীর জগন্নাথ দেবের মন্দিরে সেবাইতের সংখ্যা প্রায় দশ হাজার। বৈঠকের পর শেষ পর্যন্ত ঠিক হয়, সেবাইতদের মাধ্যমেই ২৩ জুন প্রভু জগন্নাথ দেবের রথ টানা হবে। ২৩ জুন সকাল ১১ টা থেকে দুপুর বারোটার মধ্যে মাসির বাড়ির উদ্দেশ্যে রওনা দেবে জগন্নাথ দেবের রথ।

আরও পড়ুন: করোনা আক্রান্ত সন্ন্যাসী, বেলুড় মঠ খোলার দিন নিয়ে অনিশ্চয়তা

প্রভু জগন্নাথ দেবের মন্দির থেকে মাসির বাড়ি পর্যন্ত অঞ্চল জুড়ে বলবৎ থাকবে ১৪৪ ধারা। করোনা পরিস্থিতি মাথায় রেখে আইন শৃঙ্খলা বজায় রাখতে হাজারের বেশি পুলিশ মোতায়েন করা হবে। মন্দিরের মুখ্য দ্বৈতাপতি রাজেশ দ্বৈতাপতি জানান, “অন‍্য বার প্রভু জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে লক্ষ লক্ষ মানুষের সমাগম হয় পুরীতে। এবারের পরিস্থিতি অন্যরকম। একেবারে নতুন। রথযাত্রায় সামিল হতে পারবেন শুধুমাত্র সেবাইতরা। মন্দির কমিটির পক্ষ থেকে তিনটি হাতি রাখার প্রস্তাব দেওয়া হয়েছে। ১৬ জুন মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের সঙ্গে বৈঠকে বসবেন মন্দির সোসাইটির সদস্যরা।”

আরও পড়ুন: বাস্তু মতে বাড়ির কোন দিকে ভগবান শিবের ছবি রাখলে ধরা দেবে সুখ–শান্তি, জেনে নিন

Gmail 2

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest