মিলল না হরিদ্বারে যাওয়ার অনুমতি, মুম্বইয়ের বানগঙ্গাতেই বিসর্জন করা হল ঋষির চিতাভষ্ম, দেখুন ভিডিও

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

মুম্বই: প্রয়াত অভিনেতা ঋষি কাপুরের অস্থি বিসর্জন করলেন ছেলে রণবীর কাপুর। রবিবার মুম্বইয়ে বান গঙ্গায় ঋষি কাপুরের অস্থি বিসর্জন দেন রণবীর। সোশ্যাল মিডিয়ায় উঠে এসেছে সেই ভিডিয়ো। 

সোশ্যাল মিডিয়ায় সামনে এসেছে বেশ কিছু ছবি যেখানে দেখা যাচ্ছে ঋষি কাপুরের চিতাভষ্ম বিসর্জনের সময়ে নীতু কাপুর, রণবীর কাপুর, ঋদ্ধিমা কাপুর সাহানি ছাড়াও উপস্থিত রয়েছেন পরিচালক অয়ন মুখোপাধ্যায় এবং আলিয়া ভাট।

ঋষি কাপুরের দাদা রণধীর কাপুর জানান, প্রশাসনের তরফে লকডাউনের জেরে হরিদ্বার যাওয়ার অনুমতি মেলেনি। তাই গঙ্গায় ঋষি কাপুরের অস্থি ভাসান দেওয়া সম্ভব হল না। মুম্বইয়ের বানগঙ্গা জলাশয়েই সম্পন্ন হল অস্থি বিসর্জন।এদিন হিন্দু রীতি মেনেই হল ঋষি কাপুরের অস্থি বিসর্জনের পর্ব।পুজো চলাকালীন লকডাউনের নিয়ম মেনেই মাস্ক পরেছিলেন রণবীর ও কাপুর পরিবারের অন্য সদস্যরা। 

https://www.instagram.com/p/B_upYqgn5Hy/

আরও পড়ুন: Lockdown Effect: তিরুপতিতে ছাঁটাই ১৩০০ অস্থায়ী কর্মী

ভিডিওতে আরও দেখা গিয়েছে, সাদা পোশাকে বান গঙ্গার ঘাটেই নানা রীতি মেনে অস্থি ভাসাচ্ছেন রণবীর৷ পুজো করেছেন, পুরোহিতের সঙ্গে সঙ্গে মন্ত্র পাঠও করেছেন রণবীর৷ অস্থি ভাসানোর সময় বাবা ঋষি কাপুরকে শেষ শ্রদ্ধাও জানিয়েছেন তিনি৷রীতি মেনে খালি পায়েই পূজাপাঠ করতে দেখা যায় সকলকে। সবশেষে পুরোহিতের পা ছুঁয়ে প্রণামও করেন রণবীর কাপুর।

https://www.instagram.com/p/B_upFScHyii/

শনিবার সন্ধ্যায় কাপুর পরিবারের তরফে ঋষি কাপুরের আত্মার শান্তির জন্য একটি স্মরণসভাও রাখা হয়। সেখানে কেবল পরিবারের সদস্যরাই অংশ নেন।বৃহস্পতিবার সকাল ৮.৪৫ এ মৃত্যু হয় ঋষি কাপুরের। গত দু বছর ধরে মারণরোগ ক্যানসারের সঙ্গে লড়াই চালাচ্ছিলেন বলিউডের প্রিয় চিন্টুজি। সেদিনই মুম্বইয়ের কালবাদেবীর চন্দনওয়াড়ি শ্মশানে অভিনেতার শেষকৃত্য সম্পন্ন হয়। 

https://www.instagram.com/p/B_uoIDRHfDQ/

আরও পড়ুন: সবচেয়ে বিপদের ২০-র তালিকায় কলকাতা, এবার ‘পাবলিক হেলথ টিম’ পাঠাচ্ছে কেন্দ্র

Gmail
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest