The News Nest: গুলিবিদ্ধ হলেন উত্তর ব্যারাকপুর পুরসভার ২ নম্বর ওয়ার্ডের বিদায়ী তৃণমূল কাউন্সিলর চম্পা দাস। শনিবার সন্ধ্যায় ব্যক্তিগত কাজ সেরে ফেরার সময় বাড়ির সামনেই গুলিবিদ্ধ হলেন তিনি। তাঁর বাঁ পায়ে গুলি লেগেছে। রক্তাক্ত অবস্থায় তাঁকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভরতি করা হয়েছে।
আরও পড়ুন : আলিয়া বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার হলেন সৈয়দ নুরুস সালাম
গত পুরসভা নির্বাচনে উত্তর ব্যারাকপুর পুরসভার ২ নম্বর ওয়ার্ড থেকে নির্দল প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেন চম্পা দাস। পরে তৃণমূল কংগ্রেসে যোগ দেন তিনি। এলাকায় তাঁর যথেষ্ট দাপটও আছে।
এ দিন সন্ধ্যায় ব্যক্তিগত কারণে ইছাপুর মায়াপল্লীর বাড়ি থেকে বেরিয়েছিলেন চম্পা দাস। কিছুক্ষণ পরে বাড়ি ফিরছিলেন তিনি। বাড়ির সামনেই ঘটে বিপত্তি। বছর পঞ্চাশের এই তৃণমূল নেত্রীকে লক্ষ্য করে গুলি চালায় অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা।
গুলিটি তাঁর বাঁ পায়ে গিয়ে লাগে। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। আহত ওই কাউন্সিলরকে উদ্ধার করে নিয়ে আসা হয় বি এন বসু হাসপাতালে। সেখানে প্রাথমিক চিকিৎসার পর কলকাতার ইএম বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে তাঁকে।
খবর পেয়েই ঘটনাস্থলে আসে নোয়াপাড়া থানার পুলিশ। প্রত্যক্ষদর্শীদের বয়ান নথিভুক্ত করা হয়েছে। আক্রান্ত তৃণমূল কাউন্সিলরের পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলেছেন তদন্তকারী অফিসার। কে বা কারা এই ঘটনায় জড়িত, তা তদন্ত করে দেখা হচ্ছে। পাশাপাশি এদিনের হামলার মূল টার্গেট কে ছিলেন, তা নিয়েও ধন্দে পুলিশ। স্থানীয়দের ধারণা, দুষ্কৃতীদের লক্ষ্য ছিল বিদায়ী কাউন্সিলরের ছেলে সুব্রত দাস।
আরও পড়ুন : বেহালা পর্ণশ্রীতে অগ্নিকান্ড, ঝলসে মৃত্যু মা-মেয়ের