আর্থিক সাহায্য সলমনের, স্ক্রিনশর্টে ধন্যবাদ কলা কুশলীদের

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

মুম্বই: করোনা যুদ্ধে গোটা পৃথিবী নাজেহাল হয়ে পড়েছে ৷ সারা পৃথিবীর বেশিরভাগ স্থানই লকডাউনে আবদ্ধ ৷ লকডাউন ছাড়া কোনও ভাবেই এই মহামারী থকে মুক্তি পাওয়া যাবেনা ৷ লকডাউনে করোনা যুদ্ধে প্রতিটি মানুষ নিজের নিজের সামর্থ্য নিয়ে দুর্গতদের পাশে এসে দাঁড়িয়েছেন ৷ বেশ কিছু পরিযায়ী শ্রমিকেরা লকডাউনের জন্য আটকে পড়েছেন ৷

এই রকম দেশের বিভিন্ন প্রান্তে আটকে রয়েছেন তাঁরা ৷ বিভিন্ন সেলিব্রিটিরা তাঁদের সাধ্যমত পিএম কেয়ারে আর্থিক অনুদান দিয়েছেন ৷ তেমনই পিএম কেয়ারে আর্থিক অনুদান দিয়েছেন বলিউডের বজরঙ্গি ভাইজান সলমন খান ৷ একই সঙ্গে তিনি বলিউড ইন্ডাস্ট্রির অসংঘঠিত ক্ষেত্রে কর্মরত কর্মীদের আর্থিক সাহায্য করেছেন তাঁর এনজিও বিইং হিউম্যানের মাধ্যমে ৷ তাঁর এই মহান পদক্ষেপের প্রমাণ হিসাবে টিভি ও চলচ্চিত্র সহ-পরিচালক মনোজ শর্মা স্ক্রিনশর্ট শেয়ার করেছেন মনোজ তাঁর ট্যুইটার অ্যাকাউন্টে ৷

আরও পড়ুন: এক কাপ চা সঙ্গে ‘বেলা চাও’, এবার মনামীর সুরে মুগ্ধ নেটদুনিয়া

https://twitter.com/manojksharma2/status/1254753200625733632

মনোজ লিখেছেন তিনি দুভার্গ্যবশত সলমনের সঙ্গে কখনও কাজ করেননি ৷ তাঁর দলের সঙ্গেও ছিলেন না কখনও ৷ তিনি সারা জীবন এই উপকার মনে রাখবেন ৷ দু-সময়ে সলমনের এই উপকার সারা জীবনে মোটেও ভোলার নয় ৷

লকডাউনের মাঝে পানভেলে আটকে পড়েন সলমন খান। পানভেলের বাগান বাড়িতে বোন, ভগ্নিপোত, ইউলিয়া, জ্যাকলিনদের সঙ্গে রয়েছেন সলমন। বাগান বাড়িতে থাকার সময় এবার পানভেলের স্থানীয় লোকজনদের সাহায্যে নেমে পড়েন বলিউড সুপারস্টার। এমনকী, পানভেলের যে জায়গায় সলমনের বাগান বাড়ি রয়েছে, তার আশপাশের অসহায় মানুষের পেট ভারানোর দায়িত্ব নিয়েছেন বলিউড ভাইজান।  

সম্প্রতি নিজের সোশ্যাল হ্যান্ডেলে একটি স্টেটাস শেয়ার করেন সলমন। যেখানে সলমন একটি সংস্থাকে ধন্যবাদ জানান। পানভেলের অসহায় মানুষদের জন্য পরপর দুবার মুগির মাংস এবং ডিম দিয়ে সাহায্যের জন্য ওই সংস্থাকে ধন্যবাদ জানান সলমন।

বলিউডে সলমন এমন একজন মানুষ, যিনি আড়ালে থেকেই সমস্ত কাজ করে যাচ্ছেন বলে সম্প্রতি মন্তব্য করেন বাবা সিদ্দিকি। এমনকী, সলমনের দেওয়া ত্রাণের ছবি তুলে নিজের সোশ্যাল হ্যান্ডেলে প্রকাশও করেন বাবা সিদ্দিকি।  

আরও পড়ুন: দিলদরিয়া! করোনা মোকাবিলায় আরও ২ কোটি টাকা দান অক্ষয়ের

Gmail 3
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest