স্যানিটাইজার দিয়ে ফোন পরিষ্কার করেন ? ভুলেও তা করবেন না

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

সারা বিশ্বজুড়ে করোনা ভাইরাস যেভাবে ছড়িয়ে পড়েছে সেই আবহে বারবার হাত ধোয়া, স্যানিটাইজ করা পরামর্শই দেওয়া হচ্ছে সকলকে। এমনকী বাড়ির বাইরে বেরোলে স্যানিটাইজেশন অবশ্য কর্তব্যগুলির মধ্যে একটি। এখন এমন এক পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে মানুষের মনে ভয় ও বাসা বেঁধেছে। আর সেই ভীতি থেকে অনেকেই স্যানিটাইজার ব্যব্যহার করে তাঁদের ফোন পরিষ্কারও করছেন। কিন্তু এখানেই চরম ভুল। অত্যাধুনিক প্রযুক্তির আপনার স্মার্টফোন স্যানিটাইজ করা মানেই অজান্তেই চরম বিপদ ডেকে আনা।

অনেকেই ফোনকেও জীবাণুনাশক করতে অ্যান্টি-ব্যাকটেরিয়াল ওয়েট-ওয়াইপগুলি ব্যবহার করেন। কিংবা হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করছেন। অ্যালকোহলযুক্ত স্যানিটাইজারটি ফোনের উপরে দেওয়া মানে স্ক্রিনে ক্ষতি করা। অজান্তেই কিন্তু ফোনের ক্ষতি হচ্ছে। এছাড়াও স্যানিটাইজার কিন্তু আপনার ফোনের হেডফোন জ্যাক এবং স্পিকারকেও ক্ষতি করতে পারে।

আরও পড়ুন : দেশে কমল সোনা ও রুপোর দাম,বাজারের চোখ মার্কিন নির্বাচনের দিকে

স্যানিটাইজার দিয়ে ফোনটি পরিষ্কার করা হলে আপনার ফোনের রঙ পরিবর্তন হতে পারে। অ্যালকোহল-ভিত্তিক স্যানিটাইজার ফোনের ডিসপ্লের সঙ্গে বিক্রিয়া ঘটিয়ে তা ব্যবহারের অযোগ্য করে তুলছে। এমনকী ক্ষতি হচ্ছে ফোনের ব্যাক ও ফ্রন্ট ক্যামেরা। ডিসপ্লের রঙও হলুদ হয়ে যাচ্ছে অনেকক্ষেত্রে।

করোনার মধ্যে ফোন মেরামতি ও ফোন ঠিক করার দোকানের সংখ্যা ও কাজ দুইই উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এর কারণ কিন্তু স্যানিটাইজার। বেশিরভাগ ক্ষেত্রে এই ধরনের ফোনগুলি দোকানে আসছে যা স্যানিটাইজার দিয়ে পরিষ্কার করা হয়েছে। মোবাইল কেয়ারের এক আধিকারিক জানান যে অনেক লোক মোবাইলটিকে এমনভাবে স্যানিটাইজ করছেন যে স্যানিটাইজারটি হেডফোন জ্যাকটিতে প্রবেশ করে। ফোনে শর্ট সার্কিট হয়ে যাচ্ছে এর ফলে।

স্যানিটাইজার দিয়ে ফোনটি পরিষ্কার করা হলে আপনার ফোনের রঙ পরিবর্তন হতে পারে। অ্যালকোহল-ভিত্তিক স্যানিটাইজার ফোনের ডিসপ্লের সঙ্গে বিক্রিয়া ঘটিয়ে তা ব্যবহারের অযোগ্য করে তুলছে। এমনকী ক্ষতি হচ্ছে ফোনের ব্যাক ও ফ্রন্ট ক্যামেরা। ডিসপ্লের রঙও হলুদ হয়ে যাচ্ছে অনেকক্ষেত্রে।

আপনি যদি স্যানিটাইজার দিয়েই ফোনটি পরিষ্কার করতে চান তবে প্রথমে ফোনটি বন্ধ করুন। এবার এক টুকরো তুলো নিয়ে তাতে স্যানিটাইজার লাগিয়ে নিন। এখন আপনার ফোনের স্ক্রিনটি আলতোভাবে পরিষ্কার করুন। মনে রাখবেন তুলোতে ঘষতে থাকা অ্যালকোহলের পরিমাণ কম হওয়া উচিত। এগুলি ছাড়াও, আপনি কাস্টমার কেয়ারে কল করে আপনার ফোনটি পরিষ্কার করার সঠিক উপায়টিও জানতে পারবেন।

মোবাইল পরিষ্কারের জন্য একটি নিরাপদ ব্যাকটেরিয়াল টিস্যু পেপারও রয়েছে। আপনি যে কোনও মেডিকেল স্টোর থেকে এই ওয়াইপগুলি কিনতে পারেন। এই কাগজপত্রগুলির সাহায্যে আপনি আপনার ফোনটি পরিষ্কার করতে পারেন। এই ওয়াইপগুলি খুব শুষ্ক যার কারণে মোবাইলের কোনও ক্ষতি হয় না।

আরও পড়ুন : ‘হিন্দু ভাবাবেগে আঘাত’, অমিতাভ বচ্চন ও কেবিসি টিমের বিরুদ্ধে দায়ের এফআইআর

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest