Site icon The News Nest

জেনে নিন কনফুসিয়াস কে ছিলেন? তার চিরন্তন বাণী বদলে দিতে পারে আপনার জীবন

confucius

কনফুসিয়াস জন্মেছিলেন আনুমানিক ৫৫০ খ্রিস্টপূর্বাব্দে। তার বাবার নাম কং হি ও মায়ের নাম হান ঝেঙ। কনফুসিয়াস নামে পরবর্তীকালে পরিচিত হলেও তার আসল নাম ছিল কঙ ফু তজু। লু নামে একটি ছোট প্রদেশের সরকারি কর্মচারী ছিলেন তার বাবা। তার শৈশব সম্পর্কে খুব একটা জানা যায় না। তবে বিভিন্ন তথ্য থেকে জানা যায় যে, তার শৈশবকাল কেটেছে অপরিসীম দারিদ্র্যের মধ্য দিয়ে।

দেখে নিন কনফুসিয়াসের কিছু চিরন্তন বাণী

“বাস্তবে জীবন সত্যিই খুব সরল, কিন্তু আমরা এটিকে জটিল করার পিছনে লেগেই আছি” –কনফুসিয়াস

“এমন একটি কাজকে নির্বাচন করো,যেটা করতে তুমি পছন্দ করো, তাহলে তোমায় সারা জীবন একদিনও কাজ করতে হবেনা” –কনফুসিয়াস

“সবকিছুর মধ্যেই সৌন্দর্যতা আছে, কিন্তু সবাই এটি দেখতে পায়না” –কনফুসিয়াস

“সফলতা নির্ভর করে আগের থেকে নেওয়া প্রস্তুতির উপর ভিত্তি করে, বিনা প্রস্তুতিতে অসফলতা একদম নিশ্চিত” –কনফুসিয়াস

“আমরা তিনটি পদ্ধতির দ্বারা জ্ঞান অর্জন করতে পারি; প্রথমত চিন্তা করার মাধ্যমে যেটা সবথেকে সঠিক পদ্ধতি, দ্বিতীয়ত অনুকরণ করার মাধ্যমে যেটা সবথেকে সহজ পদ্ধতি এবং তৃতীয়ত অনুভবের মাধ্যমে যেটা সবথেকে কষ্টকর পদ্ধতি” –কনফুসিয়াস

“ঘৃনা করা খুব সহজ, প্রেম করা খুব মুশকিল; প্রত্যেকটা জিনিস এইভাবেই কাজ করে | সকল ভালো জিনিসকে পাওয়া সবথকে মুশকিল হয়ে থাকে এবং খারাপ জিনিস খুব সহজেই পাওয়া যায়” –কনফুসিয়াস

“একজন শ্রেষ্ঠ ব্যক্তি, কথায় কম আর কাজে বেশি হয়” –কনফুসিয়াস

আরও পড়ুন : Kahlil gibran: দেখে নিন খলিল জিবরানের এর বিখ্যাত উক্তি ও বাণী, যা বদলে দিতে পারে আপনার চেতনা

“কখনো ব্যর্থ না হওয়া এটা আমাদের গৌরব নয় বরং প্রত্যেক ব্যর্থতার পর উঠে দাঁড়ানোই হলো আসল গৌরব” –কনফুসিয়াস

“একটি সিংহের চেয়ে বেশি একটি দমনকারী সরকারের প্রতি ভয় পাওয়া উচিত” –কনফুসিয়াস

“আমি শুনি আর তারপর ভুলে যাই, আমি দেখি আর সেটা মনে রাখি, আমি যা করি সেটা আমি বুঝতে পারি” –কনফুসিয়াস

“তুমি যেটা নিজের ক্ষেত্রে পছন্দ করোনা সেটা কখনই অন্যের ক্ষেত্রে ঘটিও না” –কনফুসিয়াস

“খারাপ জিনিসকে দেখা আর শোনার মাধ্যমে দুষ্টতার শুভারম্ভ হয়” –কনফুসিয়াস

“যে নিজের উপর বিজয়্প্রাপ্ত , সে সবথেকে বড় পরাক্রমী যোদ্ধা” –কনফুসিয়াস

“রত্নকে না ঘষলে কখনই সেটির চমক হয়না, ঠিক তেমন ভাবেই মানুষের ব্যক্তিত্ব বিনা সংঘর্ষের দ্বারা কখনই উজ্জ্বল হয়না”–কনফুসিয়াস

“যে ব্যক্তি শুধু শিখেই যায় কিন্তু সেটা নিয়ে চিন্তা করেনা, সে শিখেও সবকিছু ভুলে যাবে এবং যে ব্যক্তি শুধু চিন্তায় করে যায় কিন্তু কোনো কিছু শেখে না, সে ভীষণ প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হতে চলেছে” –কনফুসিয়াস

“প্রতিশোধের রথের উপর ভ্রমন শুরু করার আগে সর্বপ্রথম নিজের জন্য কবর খুঁড়ে রাখুন” –কনফুসিয়াস

“একজন মানুষ যে ভুল করেছে; সে যদি সেই ভুলটিকে না শোধরায়, আরও একটি ভুল সে করবে” –কনফুসিয়াস

“মানবজাতি জানোয়ারদের থেকে খুব সামান্যই আলাদা হয়ে থাকে, কিন্তু অনেক মানুষ সেই সামান্যটুকুও নিজের মন থেকে বার করে দেয়” –কনফুসিয়াস

“যখন তোমার কাছে এটা স্পষ্ট যে, লক্ষ্যে আর পৌঁছানো যাবেনা তখন তুমি নিজের লক্ষ্যকে বদল করোনা | শুধু লক্ষ্য প্রাপ্তির জন্য নেওয়া পরিকল্পনাটিকে বদল করো” –কনফুসিয়াস

“ব্যক্তি যত বেশি ভালো ধারণা নিয়ে চিন্তা-ভাবনা করবে, তার কাছে জগৎ ততই সুন্দর এবং ব্যাপক হবে” –কনফুসিয়াস

“শ্রেষ্ঠ ব্যক্তি সর্বদা নিজের ধর্ম পালন করার কথা ভাবে কিন্তু সাধারণ ব্যক্তি শুধু আরামের কথাই ভাবে” –কনফুসিয়াস

“আপনি কি জানেন আর কি জানেন না, সেটার সম্বন্ধে জ্ঞাত থাকাই হলো সত্যিকারের জ্ঞান” –কনফুসিয়াস

“তুমি নিজেকে সন্মান করো, তাহলেই অন্যেরা তোমায় সন্মান করবে” –কনফুসিয়াস

আরও পড়ুন : সমাজের বুকে শব্দবন্ধের কঠিন চাবুক…পড়ুন, আলোচিত ও সমালোচিত চিন্তাবিদ আহমদ ছফার উক্তি

Exit mobile version