এই ভুল ভুলেও করবেন না ,খালি হয়ে যেতে পারে অ্যাকাউন্ট, সতর্ক করল SBI

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

ওয়েব ডেস্ক: ফের একবার সাইবার ক্রাইম নিয়ে গ্রাহকদের সতর্ক করল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ৷ সোশ্যাল মিডিয়া পোস্ট করে গ্রাহকদের অ্যালার্ট করা হয়েছে ৷ একাধিক সাইবার হামলার বিষয়ে জানানো হয়েছে ৷ জানানো হয়েছে প্রতারকরা COVID-19 নামে ফেক ই-মেল পাঠিয়ে ব্যক্তিগত ও আর্থিক তথ্য জোগার করছে ৷ 

আরও পড়ুন : আক্রান্ত ছাড়াল সওয়া চার লক্ষ, ২৪ ঘণ্টায় মৃত্যু আরও ৪৪৫ জনের, চেঁচিয়ে বলুন ‘ভালো আছি’

দিল্লির সাইবার সেল সকলকে হোয়াটসঅ্যাপে ব্যাঙ্ক সংক্রান্ত তথ্য শেয়ার করতে নিষেধ করেছে ৷ ব্যাঙ্কের ডিটেল নিয়ে হ্যাকাররা ব্যাঙ্ক অ্যাকাউন্ট হ্যাক করা হচ্ছে ৷সতর্ক করে বলা হয়েছে দেশের বিভিন্ন বড় শহরে সাইবার হামলার সম্ভাবনা রয়েছে ৷ ncov2019@gov.in থেকে আসা ই-মেল যার সাবজেক্ট ‘ফ্রি কোভিড ১৯’ টেস্ট তাতে ভুলেও ক্লিক করবেন না ৷

প্রায় ২০ লক্ষ মানুষের ই-মেল আইডি চুরি করেছে সাইবার অপরাধীরা ৷ ncov2019@gov.in নামে ই-মেল থেকে বিনামূল্যে করোনা টেস্ট করার নাম করে তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্য চাইছে ৷ দিল্লি, মুম্বই, হায়দরাবাদ, চেন্নাই ও আহমেদাবাদের মানুষের জন্য এই ফেক ই-মেল সংক্রান্ত বিশেষ ভাবে সতর্ক করা হয়েছে ৷

আরও পড়ুন : আর কটা দিন সবুর করুন,করোনার ওষুধ নিয়ে তৈরি সিপলা, আসছে ‘ভারতীয়’ রেমডেসিভির!

Gmail 4
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest