আর মিলবে না আধার কার্ডের রি-প্রিন্ট পরিষেবা! জানিয়ে দিল UIDAI

পরিবর্তে PVC আধার কার্ডের জন্য আবেদন করা যাবে বলে জানিয়েছে UIDAI ।
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

আধার কর্তৃপক্ষের ঘোষণা অনুযায়ী বন্ধ হচ্ছে আধার কার্ডের রিুপ্রিন্ট। অর্থাত্ এবার থেকে নতুন রিপ্রিন্ট মিলবে না আধার কার্ডের। UIDAI-এর ওয়েবসাইটে এবার থেকে আধার কার্ড রিপ্রিন্ট সংক্রান্ত কোনও অপশন মিলবে না।

এ বিষয়ে ঘোষণা করে টুইটারে টুইট-ও করেছে UIDAI । দেখুন সেই টুইট :

তবে উপায়? 

এর পরিবর্তে PVC আধার কার্ডের জন্য আবেদন করা যাবে বলে জানিয়েছে UIDAI । অনেকটা এটিএম বা প্যান কার্ডের মতো মেটিরিয়ালের তৈরী আধার কার্ড মিলবে এভাবে। সেটি সাধারণ আধার কার্ডের তুলনায় অনেক বেশি টেকসই হবে। এছাড়া কেই চাইবে ফ্লেক্সিবেল পেপারেও e-Aadhar-এর প্রিন্ট করাতে পারেন।

এছাড়া এই PVC আধার কার্ড অনেক বেশি সুরক্ষিতও বটে। কারণ এতে থাকে বিশেষ হলোগ্রাম, প্যাটার্ন, ঘোস্ট ইমেজ এবং মাইক্রোটেক্ট। ফলে ডুপ্লিকেট করে জালিয়াতি হওয়ার সম্ভাবনা কম।

আর পিভিসি হওয়ায় এটি ওয়াটার-প্রুফ-ও। বৃষ্টির সময়ে পকেটে থাকা আধার কার্ড ভিজে নষ্ট হওয়ার ভয়ও আর থাকবে না।

আরও পড়ুন:  Battlegrounds Mobile India-র প্রি-রেজিস্ট্রেশন আজ থেকে শুরু, জেনে নিন কীভাবে করবেন

সেই সঙ্গে জেনে নিন নবজাতকের আধার কার্ডের জন্য কীভাবে আবেদন করবেন?

UIDAI-এর একটি টুইটে বলা হয়েছে, ‘পাঁচ বছরের কম বয়সি শিশুরা একটি নীল রঙের বাল আধার কার্ড পাবেন। তবে পাঁচ বছর পেরিয়ে গেলে সেই কার্ড অচল হয়ে যাবে। তখন বায়োমেট্রিক আপডেট করতে হবে।’ তবে পাঁচ বছর বয়সেও ছবি তোলার বিষয় নেই। শিশুটি যখন বড় হয়ে ১৫ বছর বয়স হবে, তখনই ছবি তুলে আধার আপডেট করতে হবে।

UIDAI-এর অফিসিয়াল ওয়েবসাইট খুলুন – uidai.gov.in

Aadhaar Card Registration’- লিঙ্কে ক্লিক করুন।

শিশুর নাম, অভিভাবকের নম্বর, ই-মেল অ্যাড্রেস ইত্যাদি ভরুন।

‘Fix Appointment’ ট্যাবে ক্লিক করুন।

নবজাতকের আধার রেজিস্ট্রেশনের তারিখ শিডিউল করুন।

নিকটতম আধার এনরোলমেন্ট সেন্টারটি সিলেক্ট করুন।

আরও পড়ুন: ফোনে তাড়াতাড়ি চার্জ শেষ হয়ে যাচ্ছে? জেনে নিন মুক্তির সহজ উপায়

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest