After just two months, WhatsApp will no longer work on these phones, check out the list

মাত্র দু’মাস পরে আর এই ফোনগুলিতে কাজ করবে না হোয়াটসঅ্যাপ,দেখে নিন তালিকা

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

একাধিক স্মার্টফোনে আর কাজ করবে না হোয়াটসঅ্যাপ। হাতে মাত্র দু’মাস সময়, তারপরেই চালু হবে হোয়াটসঅ্যাপ-এর নতুন নিয়ম। ১ নভেম্বর থেকেই ৪৩টি ফোনে বন্ধ হয়ে যাবে এই মেসেজিং অ্যাপটি। এই তালিকায় রয়েছে পুরনো অ্যান্ড্রয়েড ও আইওএস ফোনগুলি।

হোয়াটসঅ্যাপ-এর তরফ থেকে নিশ্চিত করে একাধিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানিয়েছে, অ্যান্ড্রয়েড ৪.০.৪ বা তার আগের অপারেটিং সিস্টেমে থাকা ফোন এবং আইওএস ৯ বা তার থেকে আগের অপারেটিং সিস্টেম থাকা ফোনে আর কাজ করবে না হোয়াটসঅ্যাপ। এই সমস্ত ফোন প্রস্তুতকারক সংস্থার তরফ থেকেও পাওয়া গিয়েছে নিশ্চয়তা, ফলে কয়েকদিনের মধ্যেই নতুন ফোন কিনতে হতে পারে আপনার। এ বার একনজরে দেখে নিন, ঠিক কোন কোন ফোনগুলিতে দু’মাস পর থেকে আর কাজ করবে না হোয়াটসঅ্যাপ।

গত বছর থেকে হোয়্যাটসঅ্যাপ-এর নিরাপত্তা নিয়ে নানারকম জটিলতা চলছে। এর ফলে ব্যবহারকারীর সংখ্যা কমেছে বলেই খবর। যদিও হোয়্যাটসঅ্যাপ সবসময়েই দাবি করেছে, অ্যাপে নিরাপত্তার কোনও অভাব নেই। এখানে দেওয়া বার্তা ও ছবি সব সময়েই নিরাপদ।

যে ফোনগুলিতে আর হোয়াটসঅ্যাপ পাওয়া যাবে না —

  • স্যামসাং গ্যালাক্সি এস৩ মিনি, ট্রেন্ড টু, ট্রেন্ড লাইট, এস ২
  • এলজি অপটিমাস এফ সেভেন, এফ ফাইভ, এলথ্রি টু ডুয়াল, এফ সেভেন টু, এফ ফাইভ টু
  • সোনি এক্সপিরিয়া
  • হুয়েই অ্যাসেন্ড মেট ও অ্যাসেন্ট ডি টু
  • অ্যাপল আইফোন এসই, সিক্স এস ও সিক্স এস প্লাস

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest