Amazon has this ‘secret’ website, where you can get things for less than half the price

Amazon-এর রয়েছে এই ‘সিক্রেট’ ওয়েবসাইট, যেখানে অর্ধেকেরও কম দামে জিনিস পেতে পারেন আপনি

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

ই-কমার্স সংস্থা অ্যামাজনের নাম কারোরই অজানা নয় ৷ আমরা অনলাইনে শপিংয়ের জন্য মাঝেমধ্যেই অ্যামাজনের ওয়েবসাইট চেক করে থাকি ৷ কিন্তু একটা বিষয় কি আমরা জানি ? যে অ্যামাজনের একটি ‘গোপন’ ওয়েবসাইট (Amazon secret website) রয়েছে ৷ যেখানে অর্ধেকেরও কম দামে জিনিস পাওয়া যায়৷

এই সিক্রেট ওয়েবসাইট কী ?

লকডাউনের সময় যখন অনেক দোকানপাট বন্ধ ছিল ৷ তখন অধিকাংশ মানুষ জিনিস কেনাকাটার জন্য অ্যামাজনকেই বেছে নিয়েছিলেন ৷ এখানে এমনিতে প্রডাক্টের উপর অফার চলতেই থাকে ৷ পাশাপাশি অ্যামাজনের এই গোপন ওয়েবসাইটে আপনি আরও কম দামে ফিরিয়ে দেওয়া আইটেমগুলি কিনতে পারেন ৷ বাক্স খোলা হয়ে গেলে, সেগুলি অনেক কম দামেই বিক্রি করা হয়ে থাকে ৷

প্রায় ৭-৮ হাজার টাকা কম দামে জিনিস পাওয়া যাবে

মার্টিন লুইসের ওয়েবসাইট moneysavirngexpert.com অনুযায়ী, একজন গ্রাহক জানিয়েছিলেন, ‘‘ একবার আমি একটি প্রেশার ওয়াশার কেনার জন্য অ্যামাজন ওয়েবসাইটে লগ ইন করেছিলাম ৷ একটি বিশেষ মডেলের উপরেই আমার নজর ছিল ৷ অন্যান্য অনেক ওয়েবসাইটে ওই জিনিসটার দাম যেখানে ২০ হাজার টাকার বেশি ছিল, সেখানে একই জিনিস আমি অ্যামাজন ওয়্যারহাউজে ১৩ হাজার টাকায় পেয়েছিলাম ৷ এই ডিল আমার দারুণ পছন্দ হয়েছিল ৷ তারপর থেকেই আমি এখান থেকে কেনাকাটা শুরু করি ৷’’

আরও পড়ুন: SBI-র গ্রাহক আপনি? আজই সেরে নিন যাবতীয় কাজ, কারণ জানুন এখনই

কীভাবে কিনবেন আপনি জিনিসপত্র ?

যারা অ্যামাজনের এই সিক্রেট ওয়েবসাইট ব্যবহার করেন, তারাও অ্যামাজনের মতো কাস্টমার কেয়ারের সুবিধা পাবেন ৷ পাবেন অ্যামাজনের রিটার্ন পলিসির সুবিধাও ৷ অর্থাৎ আপনি যদি ডেলিভারিতে সন্তুষ্ট না হন, তাহলে ফেরত দিতে পারবেন ৷ ডেলিভারির ৩০ দিনের মধ্যে রিটার্ন করতে পারেন ৷

৪০ হাজারের বেশি জিনিসপত্র রয়েছে

রিপোর্ট অনুযায়ী, অ্যামাজন ওয়্যারহাউজের (Amazon Warehouse) স্টকে রয়েছে ৪০ হাজারের বেশি আইটেম ৷ যেগুলি আপনি অর্ধেকেরও কম দামে কিনতে পারবেন ৷ এখানে গ্রাহকদের জন্য অনেক বিকল্প রয়েছে ৷ ৩৪টি বিভাগ রয়েছে ৷ রয়েছে কম্পিউটার ও সহায়ক অ্যাকসেসারিজ, ঘরের জিনিস, খেলনা, ভিডিও গেম, ইলেকট্রনিক্স জিনিস এবং আরও অনেক কিছু ৷

অ্যামাজনের ওয়্যারহাউজের লিঙ্ক 

https://www.amazon.com/Warehouse-Deals/b/?ie=UTF8&node=10158976011&ref_=sv_gb_4

আরও পড়ুন: World Photography Day: কম বাজেটে সেরা 5 DSLR ক্যামেরা, দেখে নিন লিস্ট

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest