Earth Day 2021: Google Doodle-এ বিশেষ বার্তা বসুন্ধরা দিবসে! দেখুন…

১৯৭০ সালে প্রথমবার ধরিত্রী দিবস পালিত হয়, সেবার ২০ মিলিয়ন মানুষ পরিবেশ ধ্বংসের বিরুদ্ধে রাস্তায় নেমেছিলেন।
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

22 এপ্রিল, আজ বসুন্ধরা দিবস। আর এমনই এক দিনে Doodle-এর মাধ্যমে বিশ্ববাসীকে গাছ লাগানোর বার্তা দিল Google। এদিন Google Doodle-এ গাছপালা এবং মানুষ গাছ লাগাচ্ছেন, এমনই এক চিত্রণ তুলে ধরা হয়েছে। আর সেই ইলাস্ট্রেশনের ঠিক উপরেই রয়েছে Google-এর লোগো। গাছের ছোট্ট ছোট্ট পাতা এবং প্রজাপতির ছবিও ফুটে উঠে Google-এর সেই লোগোতে।

Earth Day 2021 বা বসুন্ধরা দিবসে YouTube-এও একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে Google-এর তরফে। Google Doodle-এর যে কোনও জায়গায় ক্লিক করলেই সরাসরি সেই ভিডিয়োতে পৌঁছে যাবেন আপনারা। ভিডিয়োতে দেখা যাচ্ছে, ছোট্ট একটি মেয়ে গাছের চারা পুঁতছে এবং তার বয়স যতই বেড়ে চলেছে, ততই বড় হচ্ছে সেই গাছ।

ঠিক তার পরেই আবার দেখানো হচ্ছে, ছোট্ট একটি ছেলের কাহিনি। সেও গাছের বীজ বপন করছে এবং তার সঙ্গে সঙ্গেই বড় হয়ে উঠছে সেই গাছ। শুধু তাই নয়। একসঙ্গে অনেক মানুষকেও গাছ লাগাতে দেখা গিয়েছে ভিডিয়োতে। আর সেই ভিডিয়োর মাধ্যমে Google যে বার্তা দিতে চাইছে, তা হল, ‘প্রত্যেকে কীভাবে একসঙ্গে উজ্জ্বল ভবিষ্যতের জন্য বৃক্ষরোপণ করতে পারে!’

আরও পড়ুন: হোয়াটসঅ্যাপে Amazon থেকে পুরস্কার জেতার মেসেজ পাচ্ছেন? ভুলেও এই ফাঁদে পা দেবেন না

Google-এর তরফে বলা হচ্ছে, ‘আমরা যে বিশ্বকে বাড়িতে নিয়ে আসি, জীবনকে সে লালন-পালন করে অবাক করে দেয়! আমাদের জীবন সুষ্ঠু ভাবে চালনা করতে, কঠোর পরিশ্রম করে পরিবেশ, পরবর্তীতে যা আমাদের পক্ষে ফিরে আসার আহ্বান জানায়। আজকের ভিডিয়ো Doodle-এ দেখানো হচ্ছে, প্রাকৃতিক আবাসস্থলে বিভিন্ন ধরণের গাছ লাগিয়ে, ভবিষ্যত প্রজন্মের জন্য আমাদের পৃথিবীকে সুস্থ রাখতে আমরা অঙ্গীকারবদ্ধ।’

১৯৭০ সালে প্রথমবার ধরিত্রী দিবস পালিত হয়, সেবার ২০ মিলিয়ন মানুষ পরিবেশ ধ্বংসের বিরুদ্ধে রাস্তায় নেমেছিলেন। ঘটনার সূত্রপাত ১৯৬৯ সালে সান্তা বারবারায় তেল উপচে পড়া থেকে, যার সঙ্গে ধোঁয়াশা ও দূষিত নদীর মত ইস্যুগুলিও জুড়ে গিয়েছিল

পরবর্তী ৫০ বছরে পরিবেশ সক্রিয়তায় ধরিত্রী দিবস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। পরিবেশ রক্ষার জন্য সমর্থন প্রদর্শনের উদ্দেশ্যে। সর্বপ্রথম ১৯৭০ খ্রিষ্টাব্দে দিবসটি পালিত হয়, এবং বর্তমানে আর্থ ডে নেটওয়ার্ক কর্তৃক বিশ্বব্যাপী সমন্বিতভাবে অনুষ্ঠিত হয়। প্যারিস চুক্তিতে ২০০ দেশ বিশ্বব্যাপী গ্রিন হাউস গ্যাস নিষ্কাশন কমাবার লক্ষ্যে ২০১৬ সালের ধরিত্রী দিবসে স্বাক্ষর করেছিল।

আরও পড়ুন: বাড়িতে বসে টানা কাজ, জেনে নিন কীভাবে ঠাণ্ডা রাখবেন ল্যাপটপ…

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest