Asus ROG Phone 7: Asus ROG Phone 7 series gaming smartphone launched in india with amazing features, check price

Asus ROG Phone 7: 16GB ব়্যাম, 6,000mAh ব্যাটারি – আসুসের নতুন গেমিং ফোন লঞ্চ ভারতে

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

অবশেষে ভারতে Asus ROG Phone 7 সিরিজ লঞ্চ হয়েছে। গেমিং ব্যবহারকারীদের কথা মাথায় রেখে Asus ROG Phone 7 সিরিজটি চালু করা হয়েছে। এতে 16GB RAM সহ ফোনে কুলিং সলিউশন দেওয়া হয়েছে, যা দীর্ঘক্ষণ গেম খেলার পরেও ফোনকে ঠান্ডা রাখবে। ফোনটিতে 6.78-ইঞ্চি AMOLED ডিসপ্লে সহ 165Hz রিফ্রেশ রেট রয়েছে। তবে চলুন দাম থেকে শুরু করে ফিচার ও স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

Asus ROG Phone 7 ফ্যান্টম ব্ল্যাক এবং স্টর্ম হোয়াইট কালার অপশনে বাজারে এসেছে। এই ফোনের 12 GB RAM সহ 256 GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে 74,999 টাকা। আর Asus ROG Phone 7 Ultimate স্টর্ম হোয়াইট রঙয়ে রয়েছে। এই ফোনটি 16 জিবি র‍্যাম এবং 512 জিবি স্টোরেজ সহ 99,999 টাকা দামে কেনা যাবে। মে মাসে ফোন দু’টির বিক্রি শুরু হবে।

আরও পড়ুন: GT vs CSK: বিনামূল্যে দেখতে পাবেন IPL, জানুন কোথায় – কখন দেখবেন উদ্বোধনী অনুষ্ঠান- ওপেনিং ম্যাচ

ROG Phone 7 এবং ROG Phone 7 Ultimate ফোনে ডুয়াল ন্যানো সিম সাপোর্ট রয়েছে। দু’টি ফোনেই যথাক্রমে Android 13 ভিত্তিক ROG UI এবং Zen UI ব্যবহার করা হয়েছে। ROG Phone 7 এবং ROG Phone 7 Ultimate 165Hz রিফ্রেশ রেট, (2448 x 1080) রেজোলিউশন এবং 720Hz টাচ স্যাম্পলিং রেট সহ একটি 6.78-ইঞ্চি ফুল HD+ AMOLED ডিসপ্লে রয়েছে।

Asus ROG Phone 7 সিরিজের ফোনগুলিতে একটি ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। ফোনটিতে একটি 50-মেগাপিক্সেল Sony IMX766 প্রাথমিক সেন্সর, একটি 13-মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স এবং একটি 8-মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স রয়েছে। উভয় স্মার্টফোনের সামনের ক্যামেরায় একটি 32-মেগাপিক্সেল সেন্সর রয়েছে।

দু’টি ফোনেই 65W তারযুক্ত ফাস্ট চার্জিং সাপোর্ট সহ একটি 6,000mAh ব্যাটারি ইউনিট রয়েছে। Asus ROG Phone 7 সিরিজে কানেক্টিভিটি অপশন হিসেবে GPS, NFC, Bluetooth v5.3 এবং Wi-Fi সাপোর্ট করে। ফোনটির একটি IP54 রেটিংও রয়েছে।

আরও পড়ুন: IPL: জুয়া খেলতে উৎসাহিত করছেন সৌরভ-রোহিত, চার তারকার বিরুদ্ধে জনস্বার্থ মামলা দায়ের

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest