Centre withdraws 'don't share Aadhaar photocopy' advice, says exercise 'normal prudence'

Masked Aadhaar: ‘ভুল ব্যাখ্যার সম্ভাবনা’, বিতর্কের মুখে আধার সংক্রান্ত নির্দেশিকা প্রত্যাহার

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

বিতর্কের মুখে আধার কার্ড সংক্রান্ত অ্যাডভাইসরি প্রত্যাহার করে নিল কেন্দ্র। যে অ্যাডভাইসরিতে লাইসেন্সহীন বেসরকারি সংস্থার কাছে আধার কার্ডের ফোটোকপি জমা না দেওয়ার পরামর্শ দেওযা হয়েছিল।

গত ২৭ মে কেন্দ্র একটি নির্দেশিকা জারি করে জানায়, অপব্যবহার রুখতে কোনও প্রতিষ্ঠানকে আপনার আধারের প্রতিলিপি দেবেন না। তাতে প্রতারণা ও জালিয়াতির সম্ভাবনা থাকে। জানানো হয়েছিল, যে সংস্থাগুলি ইউআইডিএআইয়ের থেকে লাইসেন্স নিয়েছে, সেই সংস্থাগুলি কোনও ব্যক্তির পরিচয় প্রমাণের জন্য আধার কার্ড ব্যবহার করতে পারে। হোটেল, সিনেমা হলের মতো বেসরকারি প্রতিষ্ঠানগুলি আধার কার্ডের ফোটোকপি সংগ্রহ করতে বা রাখতে পারবে না। ২০১৬ সালের আধার আইনের আওতায় সেটা অপরাধ বলে বিবেচিত হয়। যদি কোনও বেসরকারি সংস্থা আধার কার্ডের ফোটোকপি চায়, তাহলে ওই সংস্থার কাছে ইউআইডিএআইয়ের লাইসেন্স আছে কিনা, দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল।

আরও পড়ুন: Range Rover Sport: স্রোতের বিপরীতে ছুটছে রেঞ্জ রোভার! স্টান্টে মোহিত গাড়িপ্রেমীরা

তার বদলে মাস্কড আধার দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। মাস্কড আধার কী এবং সরকারি ওয়েবসাইট থেকে কী ভাবে তা ডাউনলোড করতে হবে, তা-ও জানানো হয়েছিল। কিন্তু এর ফলে ব্যাপক বিভ্রান্তি তৈরি হয়। যদিও সেই পরামর্শ নিয়ে বিতর্ক শুরু হয়। হায়দরাবাদের সাংসদ আসাউদ্দিন ওয়েইসি বলেন, দীর্ঘদিন ধরে আধার কার্ড বাধ্যতামূলক করে রেখেছে সরকারি সংস্থাগুলি। এখন তারা আশা করছে যে কোনও একটা সরকারি বিজ্ঞপ্তি নিয়ে আমজনতা তর্ক-বিতর্ক করবেন এবং গুরত্বপূর্ণ পরিষেবা হাতছাড়া হওয়ার ঝুঁকি নেবেন। ভুলে গেলে চলবে না যে আধার কার্ডের ছুতোয় উত্তেজিত জনতা (মানুষকে) হেনস্থা করেছে এং খুন করেছে। আধার কার্ড না থাকায় মধ্যপ্রদেশের দেওয়াসে এক মুসলিম ব্যবসায়ীকে মারধর করা হয়েছে।

তাই ৪৮ ঘণ্টার মধ্যে সেই বিজ্ঞপ্তি প্রত্যাহার করে নিল আধারের দায়িত্বপ্রাপ্ত ‘ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অব ইন্ডিয়া (ইউআইডিএআই)’। নয়া বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আধার কার্ডের নম্বর দেওয়ার ক্ষেত্রে চোখ-কান খোলা রাখার পরামর্শ দিয়েছে কেন্দ্র। আধার কার্ডধারীদের গোপনীয়তা সুরক্ষিত রাখার মতো যথেষ্ট ব্যবস্থা আছে বলে দাবি করা হয়েছে।

আরও পড়ুন: এবার WhatsApp-এ পেয়ে যান প্যান থেকে ড্রাইভিং লাইসেন্স, কীভাবে, জানুন

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest