Google Doodle Celebrates Pizza With An Interactive Game

পিৎজা লাভারদের জন্য বিশেষ গেমস Google Doodle- এ, আপনি খেলেছেন?

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

ইতালির সবচেয়ে জনপ্রিয় খাদ্য পিজ্জা। তবে এই খাদ্য ইতালির গন্ডি পেরিয়ে বিশ্ব জুড়ে জনপ্রিয়। আর আজ (০৬.১২.২০২১) গুগল ডুডলের মাধ্যমে উৎযাপন করছে এই খাবারকে। একটি ইন্টারেক্টিভ এবং অ্যানিমেটেড পিজ্জা ডুডল গেম তৈরি করেছে গুগল।

গুগলের পক্ষ থেকে বলা হয়েছে, ‘মিশর থেকে রোম পর্যন্ত প্রাচীন সভ্যতায় শত শত বছর ধরে টপিং সব ফ্লাটব্রেড খাওয়া হয়ে আসছে। দক্ষিণ-পশ্চিম ইতালির শহর নেপলস ১৭০০ এর দশকের শেষের দিকে পরিচিত পিৎজার জন্মস্থান হিসেবে পরিচিত। এখান থেকেই পিৎজার গল্প শুরু। যা শত শত বছরের বৈশ্বিক অভিবাসন, অর্থনৈতিক উন্নয়ন এ প্রযুক্তিগত বিবর্তনকে বেক করেছে।’

আরও পড়ুন: Instagram Verification: পরিচয় যাচাই করতে এবার আপনার সেলফি ভিডিয়ো চাইবে ইনস্টাগ্রাম!

আজ গুগল ডুডলে (Google Doodle) পিৎজা গেল দেখা যাচ্ছে। যা খুললে পিৎজার ধরন বুঝে তা কাটতে হবে। যত পিৎজা সঠিক ভাবে কাটতে পারবেন তত বেশি স্টার পাবেন। এখানে মার্গারিটা পিৎজা, পেপারনি পিৎজা, হোয়াইট পিৎজা, ক্যালাব্রেসা পিৎজা, মজেরেলা পিৎজা, ডেজার্ট পিৎজা-সহ একাধিক ক্লাসিক টপিংগুলো খুঁজে পাবেন। প্রথমে গুগল ডুডলএ ক্লিক করুন। সেখানে দেখতে পারবেন নানান দেশের নানান স্বাদে পিৎজা। রয়েছে মোট ১১টি পিৎজার টপিং। তারপর সেগুলোকে যথাযথ ভাবে কাটতে হবে। ঠিক মতো কাটতে পারলে স্টার পাবেন আপনি। তাই আর দেরি না করে ঝটপট খেলে নিন গেমটি।

গুগলের লোগোতে ক্লিক করে এই খেলাটি খেলতে পারেন।

আরও পড়ুন: Solar Eclipse 2021: এ বছরের শেষ সূর্যগ্রহণ শনিবার, ভারত থেকে কি দেখা যাবে?

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest