1 জুন Google Photos-এর FREE স্টোরেজ শেষ, এবার কী করবেন?

যদিও সব Pixel ডিভাইস থেকে 1 জুনের পর থেকেও Google Photos-এ আনলিমিটেড ছবি ও ভিডিয়ো আপলোড করা যাবে। তাই আপনার কাছে যদি Pixel ফোন থাকে তবে এই সমস্যা নিয়ে চিন্তা করার প্রয়োজন নেই।
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

1 জুন থেকে Google Photos-এ বিনামূল্যে আনলিমিটেড ক্লাউড ব্যাক আপ শেষ হচ্ছে। এবার থেকে কোনও খরচ ছাড়াই শুধু মাত্র 15GB স্টোরেজ পাবেন গ্রাহকরা। মঙ্গলবার থেকে Google Photos-এ যে কোনও ছবি অথবা ভিডিয়ো আপলোড করলেই এই 15GB স্টোরেজ থেকে স্পেস কমতে থাকবে। যদিও শুধুমাত্র Google Photos নয়, 15GB স্টোরেজের মধ্যেই থাকছে Gmail, Drive ও কোম্পানির অন্যান্য সার্ভিসের স্টোরেজও। আর এখানেই ইউজারদের মনে দুশ্চিন্তা! এবার কী করণীয়? সেই প্রশ্নেরই উত্তরের সন্ধানে এই সময় ডিজিটাল।

আরও পড়ুন : রিয়েলমি জিটি ৫জি: ভারতে খুব তাড়াতাড়ি লঞ্চ হতে পারে এই স্মার্টফোন, দেখে নিন সম্ভাব্য ফিচার

1 জুন থেকে কী করবেন?

মঙ্গলবার থেকে হাই কোয়ালিটিতে আপলোড করা সব ছবি ও ভিডিয়ো 15GB স্টোরেজের মধ্যে ধরা হবে। যদিও 15GB স্টোরেজ ভর্তি হয়ে গেলে অতিরিক্ত স্টোরেজ কেনার অপশন থাকছে। তার জন্য আপনাকে google one সাবস্ক্রাইব করতে হবে। Google Photos-এর সেটিংস ওপেন করে বর্তমানে আপনার ব্যাক আপ অন থাকলে, তা মঙ্গলবার থেকে তা বন্ধ করে দিতে পারেন। তার পরে শুধুমাত্র প্রয়োজনীয় ছবি সিলেক্ট করেই ব্যাক আপ করতে পারেন। এর ফলে অপ্রয়োজনীয় ছবি ব্যাক আপ করে জায়গা নষ্ট হওয়ার হাত থেকে মুক্তি মিলবে। এছাড়াও ছবি ব্যাক আপ কোয়ালিটি অরিজিনাল না রেখে হাই কোয়ালিটি সেট করুন।

অতিরিক্ত স্টোরেজ –

সতর্ক হয়ে ছবি ও ভিডিয়ো ব্যাক আপ করেও যদি আপনার 15GB স্টোরেজ ভরে যায়, তবে অতিরিক্ত স্টোরেজ কেনার ব্যবস্থা রয়েছে। 100 GB অতিরিক্ত স্টোরেজের জন্য মাসে 130 টাকা খরচ করতে হবে। অন্য দিকে আবার 1 TB স্টোরেজ কিনলে মাসে 650 টাকা দিতে হবে Google কে। আর তার জন্যই রয়েছে বিভিন্ন Google One সাবস্ক্রিপশন প্ল্যান।

এছাড়াও, 100GB স্টোরেজ প্ল্যানে বছরে 1,300 টাকা খরচ করতে হবে। পাশাপাশিই আবার 6,500 টাকায় এক বছর 1TB অতিরিক্ত স্টোরেজ মিলবে। Google জানিয়েছে, যখনই গ্রাহকের 15GB স্টোরেজ ভর্তি হয়ে আসবে, তখনই কোম্পানির তরফ থেকে নোটিফিকেশন পাঠানো হবে।

স্টোরেজ ফাঁকা করুন –

এই টেক জায়ান্টের তরফে জানানো হয়েছে, Google-এর তৈরি বিশেষ টুলের মাধ্যমেই কত দিনে স্টোরেজ ভর্তি হতে পারে, তার সম্ভাব্য সময় জানাবে কোম্পানি। আপনি কত দিনে কত ছবি ও ভিডিয়ো তোলেন, সেই অনুযায়ী একটা হিসেবও করবে Google। এছাড়াও স্টোরেজ ফাঁকা করার জন্য বিশেষ টুল নিয়ে এসেছে মার্কিন কোম্পানিটি।

যদিও সব Pixel ডিভাইস থেকে 1 জুনের পর থেকেও Google Photos-এ আনলিমিটেড ছবি ও ভিডিয়ো আপলোড করা যাবে। তাই আপনার কাছে যদি Pixel ফোন থাকে তবে এই সমস্যা নিয়ে চিন্তা করার প্রয়োজন নেই।

আরও পড়ুন : ফোনে তাড়াতাড়ি চার্জ শেষ হয়ে যাচ্ছে? জেনে নিন মুক্তির সহজ উপায়

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest