How To Apply For Facebook Blue Tick

Facebook প্রোফাইলে Blue Tick পেতে চান? জেনে নিন সহজ উপায়

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

ফেসবুকে ব্যবহারকারীর নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ব্যক্তি ও প্রতিষ্ঠানের অ্যাকাউন্ট ভ্যারিফিকেশনের ব্যবস্থা চালু আছে। যেখানে অ্যাকাউন্টের নামের পাশে নীল বা হালকা কালো রঙের একটি টিক চিহ্ন থাকে। ফেসবুকে নীল বৃত্তাকারে সাদা এ টিক চিহ্নকে বলা হয় ব্লু-ব্যাজ। নিয়ম মেনে যে কেউ চাইলেই প্রোফাইল বা পেজ ‘ভেরিফাই’ করতে পারে। আজকের টিপসে রয়েছে যেভাবে ফেসবুক পেজ বা অ্যাকাউন্ট ব্লু-ব্যাজ করবেন।

ভেরিফিকেশন আবেদনের আগে কী কী করতে হবে?

  1. প্রোফাইলে কভার ছবি অ্যাড করু
  2. প্রোফাইল ফটো অ্যাড করুন
  3. ফেসবুকের নিয়ম মেনে প্রোফাইলের নাম সেট করুন
  4. প্রোফাইলে “Follow” অপশন এনেবেল করতে হবে

আরও পড়ুন: Post Office Scheme: প্রতি দিন ৫০ টাকা জমালেই মিলবে ৩৫ লাখ, জানুন নতুন স্কিম

ফেসবুক প্রোফাইলে ব্লু টিক পাবেন কী ভাবে? দেখে নিন

  • ফেসবুক ওপেন করে প্রথমে ভেরিফিকেশন আবেদনের জন্য একটি ফর্ম ফিল আপ করতে হবে
  • সেখানে প্রথম বিভিন্ন তথ্য দিতে হবে। নিজের পেজ ভেরিফাই করছেন না প্রোফাইল? তা জানাতে হবে
  • এর পরে একটি ডকুমেন্ট সিলেক্ট করতে হবে
  • এর পরে choose files সিলেক্ট করে নির্দিষ্ট ডকুমেন্ট আপলোড করতে হবে
  • এবার কোন বিভাগের অধীনে প্রোফাইল অথবা পেজ ভেরিফাই করছেন তা সিলেক্ট করতে হবে
  • এবার নিজের দেশের নাম সিলেক্ট করুন
  • আপনার সম্পর্কে সংবাদ মাধ্যমে প্রকাশিত সাম্প্রতিক 5টি প্রতিবেদনের লিঙ্ক পাঠাতে হবে ফেসবুককে

আবেদন পত্র সাবমিট করার আগে এক লাইনে লিখুন কেন আপনার প্রোফাইলে ব্লু টিক প্রয়োজন।এইভাবে খুব সহজ উপায়ে নিজের ফেসবুক পেজে ব্লু টিকের আবেদন করতে পারেন। কয়েক দিনের মধ্যে আপনি ফেসবুকের কাছ থেকে মেসেজ পেয়ে যাবেন। আপনি যোগ্য হলে প্রোফাইলে ব্লু টিক দেবে ফেসবুক। তবে জেনে রাখা প্রয়োজন সব ব্যবহারকারীর প্রোফাইলে ব্লু টিক দেয় না ফেসবুক। নির্দিষ্ট ব্র্যান্ড, পাবলিক ফিগার ও সংবাদমাধ্যমের প্রোফাইল ও পেজের জন্য ব্লু টিকের আবেদন করা যায় জনপ্রিয় এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে।

আরও পড়ুন: Twitter: ব্লু টিকের জন্য মাসে কত টাকা লাগবে? জানালেন টুইটারের নতুন মালিক

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest