How to download and send Durga Puja / Navaratri themed stickers on WhatsApp

WhatsApp-এ কীভাবে দুর্গাপুজোর নতুন স্টিকার পাবেন? জেনে নিন

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

উত্সবের মরসুম এসে গিয়েছে। আর প্রতিটা উত্সবের সময়েই নতুন স্টিকার প্যাক আসে WhatsApp-এ। এবারেও নবরাত্রি ২০২১ উপলক্ষে বেশ কিছু স্টিকার এসেছে। সেটা পুরো দুর্গাপুজোর সময়েই ব্যবহার করতে পারবেন।

এমনিতেই করোনা পরিস্থিতিতে কিছুটা হলেও ফিকে পুজোর আনন্দ। আত্মীয়দের বাড়ি যাওয়া আসা, বন্ধুদের সঙ্গে ঘোরার পরিকল্পনা আগের তুলনায় কম। আর সেটা বরং ভাল। সম্পূর্ণ টিকাপ্রাপ্ত হলেও করোনা সংক্রমণের ভয় থেকেই যায়। তাই ‘করোনাসুরের’ ভ্রুকুটি এড়িয়ে হোয়াটসঅ্যাপেই কিছুটা পুজোর আমেজ আসুক।

কীভাবে হোয়াটসঅ্যাপে পুজোর নতুন স্টিকার পাবেন? জেনে নিন…

  • প্রথমে Google Play Store-এ যান। সেখানে ‘Navratri 2021 WhatsApp stickers’ লিখে সার্চ করুন। iPhone ব্যবহার করলে সেক্ষেত্রে App Store-এ গিয়ে একই জিনিস সার্চ করতে পারেন।
  • এবার আপনার পছন্দসই স্টিকার প্যাক বেছে নিন। ImageTag-এর Happy Navratri Stickers, Video & Sticker hub-এর WhatsApp-WAStickerApps ইত্যাদির মধ্যে থেকে বেছে নিতে পারেন পছন্দের স্টিকার্স।
  • স্টিকার প্যাক ইনস্টল হয়ে গেলে ‘Open Stickers packs’ অপশনে যেতে হবে।
  • সেখানেই নবরাত্রি ২০২১-এর স্টিকারগুলি পেয়ে যাবেন। যেগুলি আপনি ব্যবহার করতে চান, তাতে ট্যাপ করে প্লাস(+) আইকনটিতে ট্যাপ করুন।
  • এবার হোয়াটসঅ্যাপ-এর Add অপশনে সিলেক্ট করুন। এরপরেই হোয়াটসঅ্যাপে পেয়ে যাবেন এই নতুন স্টিকার্স।

চাইলে নিজের তোলা ছবি বা নিজের ছবিকেও পরিণত করতে পারবেন স্টিকারে।

১. আপনি যদি অ্যান্ড্রয়েড ইউজার হন, তাহলে প্রথমেই প্লে-স্টোর থেকে যে কোনও একটি ব্যাকগ্রাউন্ড ইরেজার অ্যাপ ডাউনলোড করে নিন। সেই সঙ্গে ডাউনলোড করুন Viko-র তৈরি স্টিকার মেকার অ্যাপও।
২. অ্যাপ দুটি ইনস্টল করা হলে প্রথমে ব্যাকগ্রাউন্ড ইরেজার অ্যাপটি খুলুন।
৩. নিজের একটি ছবি সিলেক্ট করার পর অনস্ক্রিন ইরেজার বাটনটি ক্লিক করে আপনার ছবির ব্যাকগ্রাউন্ডটি মুছে ফেলুন। এরপর ছবিটি PNG ফরম্যাটে সেভ করুন।
৪. এছাড়াও স্টিকার মেকার দিয়েও ছবির ব্যাকগ্রাউন্ড মুছে ফেলা যায়।
৫. এবার স্টিকার মেকার অ্যাপটি খুলুন। সেখানে নিউ স্টিকার প্যাক সিলেক্ট করে নিন। যার মাধ্যমে নতুন স্টিকার তৈরি করা যাবে।
৬. স্টিকার প্যাকের নাম, যে তৈরি করছে তার নাম লিখে create অপশনটি ক্লিক করুন।

৭. এবার PNG ছবিটিকে ট্রে আইকন হিসেবে সিলেক্ট করুন।
৮. কমপক্ষে তিনটি স্টিকার স্টিকার দিয়ে একটি প্যাক তৈরি হবে। এবার Add to WhatsApp অপশনটি বেছে নিন।
৯. এবার হোয়াটসঅ্যাপ ওপেন করে স্টিকার সেকশনে যান। দেখবেন আপনার তৈরি করা স্টিকারটি সেখানে যুক্ত হয়ে গিয়েছে।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest