বাজেট কম? তা হলে এই ৫টি স্মার্টফোন দেখতে পারেন…

আট হাজার টাকার মধ্যেই দেখে নিতে পারেন দুর্দান্ত কিছু ফিচারের স্মার্টফোনগুলি।
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

ভালো স্মার্টফোন কিনতে চাইছেন, অথচ বাজেট কম? কোনো সমস্যাই নয়। নিজের বাজেটের মধ্যেই ভালো স্মার্টফোন পেয়ে যেতে পারেন। আট হাজার টাকার মধ্যেই দেখে নিতে পারেন দুর্দান্ত কিছু ফিচারের স্মার্টফোনগুলি।

Xiaomi Redmi 9A

শাওমি রেডমি ৯এ (Xiaomi Redmi 9A) এমনই একটি স্মার্টফোন। এই ফোনে ৩২ জিবি ইন্টারনাল মেমরি এবং ৩ জিবি র‌্যাম রয়েছে। ফোনটিতে একটি মেডিয়াটেক হেলিও জি ২৫ প্রসেসর এবং ৫০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে। ফটোগ্রাফির জন্য, এটি একটি ১৩ এমপি প্রাথমিক ক্যামেরা এবং একটি ৫ এমপি ফ্রন্ট ক্যামেরা পাবেন। একই সাথে ৬.৫৩ ইঞ্চি এইচডি প্লাস ডিসপ্লে দেওয়া হয়েছে। দাম: ৭৪৯৯ টাকা।

POCO C3

আট হাজার টাকার মধ্যেই পেয়ে যাবেন পোকো সি৩ (POCO C3)। এতে রয়েছে ১৩ এমপি+২এমপি+২এমপি ট্রিপল রিয়ার ক্যামেরা। সেলফির জন্য একটি ৫5 এমপি ফ্রন্ট ক্যামেরা। ফোনটিতে ৬.৫৩ ইঞ্চি এইচডি প্লাস ডিসপ্লে রয়েছে। আপনি এতে ৫১২ জিবি পর্যন্ত স্টোরেজ বাড়াতে করতে পারেন। একই সঙ্গে ফোনটিতে ৫০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে। দাম: ৬৭৯৯ টাকা

আরও পড়ুন: Tiktok-এর জায়গা নিতে এল ফেসবুকের নতুন অ্যাপ BARS, ভিডিয়ো বানাতে পারবেন র‍্যাপাররা

Micromax IN 1b

আট হাজার টাকার মধ্যেই মিলবে মাইক্রোম্যাক্স ইন ১বি (Micromax IN 1b)। সম্প্রতি চালু হওয়া এই ফোনে ৪ জিবি র‌্যাম এবং ৬৪ জিবি ইন্টারন্যাল মেমরি রয়েছে। ফোনটিতে ৬.৫২ ইঞ্চি এইচডি প্লাস ডিসপ্লে এবং মিডিয়াটেক হেলিও জি৩ প্রসেসর রয়েছে। একই সঙ্গে একটি ৩ এমপি + ২ এমপি ডুয়াল রিয়ার ক্যামেরা এবং ৮ এমপি ফ্রন্ট ক্যামেরা রয়েছে। ফোনটিতে ৫০০০ এমএএইচ ব্যাটারি পাওয়া যাবে। দাম: ৭৯৯৯ টাকা

Realme C11

এই বাজেটের মধ্যেই মিলবে রিয়েলমি সি১১ (Realme C11)। ফোনটিতে একটি মেডিয়াটেক হেলিও জি৩৫ প্রসেসর এবং ৫০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে। ২ জিবি র‌্যাম এবং ৩২ জিবি স্টোরেজ। ডুয়াল রিয়ার ক্যামেরা পাবেন, এতে একটি ১৩ এমপি + ২ এমপি প্রাথমিক ক্যামেরা রয়েছে, সঙ্গে ৫ এমপি ফ্রন্ট ক্যামেরা। এই ফোনের স্ক্রিনটি ৬.৫ ইঞ্চি। দাম: ৭৪৪৯ টাকা

Samsung Galaxy M01

সামসুং গ্যালাক্সি এম০১ (Samsung Galaxy M01) আপনার বাজেটের মধ্যেই চলে আসছে। এই ফোনে ৫.৭ ইঞ্চি এইচডি প্লাস ডিসপ্লে, ৪০০০ এমএএইচ ব্যাটারি এবং কোয়ালকম স্ন্যাপড্রাগন প্রসেসর রয়েছে। ফটোর জন্য ১৩ এমপি + ২ এমপি ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ এবং সেলফির জন্য ৫ এমপি ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। দাম: ৭৪৯৯ টাকা

আরও পড়ুন: অ্যানিমেশনে রঙের খেলা! বসন্ত বিষুবের উদযাপনে ফুলের সাজ Google Doodle-এ

 

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest