6.95 ইঞ্চি ডিসপ্লে -5000mAh ব্যাটারি: লঞ্চ করল Infinix Note 10 এবং Infinix Note 10 Pro, জানুন দাম

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

Infinix ভারতে তার Note 10 এবং Note 10 Pro স্মার্টফোন লঞ্চ করে দিয়েছে। Infinix Note 10 এবং Infinix Note 10 Pro ফোনে 6.95 ইঞ্চি FullHD+ ডিসপ্লে, 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা মতো ফিচার্স রয়েছে। প্রো ভ্যারিয়্যান্ট 90Hz রিফ্রেশ রেট প্যানেলের সাথে আনা হয়েছে। তবে আসুন জেনে নেওয়া যাক ফোনের দাম, স্পেসিফিকেশন এবং ফিচার্স সম্পর্কে সবকিছু…

INFINIX NOTE 10 এবং INFINIX NOTE 10 PRO: দাম এবং বিক্রি

Infinix Note 10 স্মার্টফোনটি 7 ডিগ্রি পার্পল, 95 ডিগ্রি ব্ল্যাক এবং এমারেল্ড গ্রিন রঙে আনা হয়েছে। 4GB RAM এবং 64GB স্টোরেজ মডেলের দাম 10,999 এবং 6GB RAM এবং 128GB স্টোরেজ মডেলের দাম 11,999 টাকা। ফোনটি 13 জুন থেকে ই-কমার্স ওয়েবসাইট Flipkart থেকে কেনা যাবে।

8GB RAM এবং 256GB স্টোরেজ সহ Infinix Note 10 Pro ফোন 16,999 টাকায় লঞ্চ করা হয়েছে। হ্যান্ডসেটটি 13 জুন থেকে ফ্লিপকার্ট থেকে বিক্রি করা হবে। স্মার্টফোনটি 7 ডিগ্রি পার্পল, 95 ডিগ্রি ব্ল্যাক এবং নর্ডিক সিক্রেট কালার-এ চালু করা হয়েছে।

INFINIX NOTE 10: স্পেসিফিকেশন

Infinix Note 10 ফোনে 6.95 ইঞ্চি (2460 × 1080 পিক্সেল) FullHD+ LCD স্ক্রিন দেওয়া হয়েছে। ফোনে অক্টা-কোর মিডিয়াটেক হেলিও G85 প্রসেসর রয়েছে যা 12nm ফেব্রিকেশনে ভিত্তি করা। গ্রাফিক্সের জন্য মালি-G52 GPU রয়েছে। ফোনে 4GB RAM+64GB স্টোরেজ এবং 6GB RAM+128GB স্টোরেজ ভ্যারিয়্যান্টে লঞ্চ করা হয়েছে। হ্যান্ডসেটের স্টোরেজ মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে 256GB পর্যন্ত বাড়ানো যেতে পারে।

ইনফিনিক্স নোট 10 ডুয়াল সিম সাপোর্ট করে। ফোনটি Android 11 ভিত্তিক XOS 7.6 এ চলে। স্মার্টফোনে পাওয়ার দিতে 5000mAh ব্যাটারি রয়েছে যা 18 ওয়াট X-চার্জ ফাস্ট চার্জিং সাপোর্ট করে। হ্যান্ডসেট ডুয়াল 4G VoLTE, ওয়াই-ফাই 802.11 এসি, ব্লুটুথ 5, জিপিএস, গ্লোনাস, ইউএসবি টাইপ-সি এর মতো কানেক্টিভিটি ফিচার দেওয়া হয়েছে। ফোনের সাইডে একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে।

Infinix Note 10 ফোনে 48 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর রিয়ার ক্যামেরা সহ 2-মেগাপিক্সেল ম্যাক্রো এবং একটি 2-মেগাপিক্সেলের পোট্রেট সেন্সর দেওয়া হয়েছে। ফোনে সেলফি তোলার জন্য 16-মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে।

আরও পড়ুন: 1 জুন Google Photos-এর FREE স্টোরেজ শেষ, এবার কী করবেন?

NFINIX NOTE 10 PRO: স্পেসিফিকেশন

ইনফিনিক্স নোট 10 প্রো ফোনে 6.95-ইঞ্চি (2460 × 1080 পিক্সেল) FullHD+ LCD স্ক্রিন রয়েছে। স্ক্রিন রিফ্রেশ রেট 90Hz, টাচ স্যাম্পলিং রেট 180Hz। অক্টা-কোর মিডিয়াটেক হেলিও G95 প্রসেসর ফোনে দেওয়া হয়েছে। ফোনে গ্রাফিক্সের জন্য মালি-G76 GPU দেওয়া হয়েছে। ইনফিনিক্সের এই ফোনে 8GB RAM, 256GB স্টোরেজ রয়েছে। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে স্টোরেজটি 2TB পর্যন্ত বাড়ানো যেতে পারে।

ক্যামেরার কথা বললে Infinix Note 10 Pro-তে রয়েছে কোয়াড এলইডি ফ্ল্যাশ সহ প্রাইমারি সেন্সর 64 মেগাপিক্সেল, 8 মেগাপিক্সেল 120 ​​ডিগ্রি আল্ট্রা-ওয়াইড এঙ্গেল, 2 মেগাপিক্সেল ব্ল্যাক এন্ড হোয়াইট এবং 2 মেগাপিক্সেল পোট্রেট ক্যামেরা। ফোনে সেলফি তোলার জন্য 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে।

ডুয়াল সিম ইনফিনিক্স নোট 10 প্রো-তে অ্যান্ড্রয়েড 11 ভিত্তিক XOS 7.6 স্কিন দেওয়া হয়েছে। ফোনের সাইডে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া রয়েছে। কানেক্টিভিটির জন্য 3.5mm অডিও জ্যাক, FM রেডিও, সিনেমাটিক ডুয়াল স্পিকারের মতো ফিচার রয়েছে। এছাড়াও ডুয়াল 4G VoLTE, ওয়াই-ফাই 802.11 AC, ব্লুটুথ 5, জিপিএস, গ্লোনাস, ইউএসবি টাইপ-সি সাপোর্ট রয়েছে। হ্যান্ডসেটে পাওয়ার দিতে 5000mAh ব্যাটারি রয়েছে যা 33W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

আরও পড়ুন: Twitter India on IT rules: কেন্দ্রের লাগাতার চাপ, দেশের ডিজিটাল আইন মানতে রাজি টুইটার

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest