Infinix Zero Ultra 5G to go on sale today at 12pm via Flipkart

Infinix Zero Ultra: বড়দিনে বিক্রি শুরু 200 MP ক্যামেরার স্মার্টফোন, মাত্র 12 মিনিটে ফুল চার্জ

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

ডিসেম্বরেই ভারতে লঞ্চ হয়েছিল Infinix Zero Ultra। এই ফোনে রয়েছে 200 MP ক্যামেরা। এটাই চিনা কোম্পানির সবথেকে শক্তিশালী স্মার্টফোন। এই ফোনে পাবেন শক্তিশালী MediaTek Dimensity 920 প্রসেসর। সঙ্গে রয়েছে 180 W ফাস্ট চার্জ সাপোর্ট। কোম্পানির দাবি সুপারফাস্ট চার্জিংয়ের মাধ্যমে মাত্র 12 মিনিটে চার্জ হবে এই ফোনের 4,500 mAh ব্যাটারি। 25 ডিসেম্বর ভারতে এই ফোন বিক্রি শুরু হয়েছে।

Infinix Zero Ultra কিনতে 29,999 টাকা খরচ হবে। 25 ডিসেম্বর দুপুর 12টা থেকে বিক্রি শুরু হচ্ছে এই ফোন। শুধুমাত্র Flipkart থেকেই 200 MP ক্যামেরার এই ফোন কেনা যাবে। মাত্র 2,500 টাকা থেকে এই ফোনের নো কস্ট EMI শুরু হচ্ছে। পুরনো ফোন এক্সচেঞ্জ করে Infinix Zero Ultra কিনলে 17,500 টাকা পর্যন্ত অতিরিক্ত ছাড় পেয়ে যাবেন।

আরও পড়ুন: Redmi Note 12 সিরিজের মেগা এন্ট্রি! 9 মিনিটে ফুল চার্জ

Infinix Zero Ultra 5G – তে Android 12 অপারেটিং সিস্টেম থাকছে। পাবেন 6.8 ইঞ্চি AMOLED ডিসপ্লে। এই ডিসপ্লেতে 120 Hz রিফ্রেশ রেট পাবেন। নয়া ফোনের 3D কার্ভড ডিসপ্লের নীচে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। Inএই ফোনে রয়েছে শক্তিশালী MediaTek Dimensity 920 প্রসেসর। সঙ্গে 8 GB RAM ও 256 GB ইন্টারনাল স্টোরেজ দিয়েছে Infinix।

এই ফোনের আকর্ষণ ট্রিপল রিয়ার ক্যামেরা। প্রাইমারি ক্যামেরায় পাবেন 200 MP সেন্সর। সঙ্গে রয়েছে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন (OIS)। এছাড়াও ফোনের পিছনের ক্যামেরায় রয়েছে 13 MP ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা ও 2 MP ডেপ্ত সেন্সর ক্যামেরা। সেলফি ও ভিডিয়ো কলের জন্য রয়েছে 32 MP ক্যামেরা।

আরও পড়ুন: Samsung Galaxy: 5,000 mAh ব্যাটারি, 8 GB RAM! জলের দরে 2টি নতুন ফোন লঞ্চ

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest