১,৯৯৯ টাকায় নতুন হ্যান্ডসেট আনছে Jio, আনলিমিটেড ভয়েস কল-৪জি ডেটা

অন্যান্য ফিচার ফোনগুলিতে ইন্টারনেটের সুবিধা না থাকলেও জিও ফোন নিজের গ্রাহকদের এই সুবিধা দিয়ে থাকে।
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

২জি মুক্ত ভারতের লক্ষ্যে আরও এক ধাপ এগলো রিলায়্যান্স জিও। গ্রাহকদের জন্য নিয়ে এল আরও এক আকর্ষণীয় সুযোগ।জিয়ো ফোন কিনুন আর ২ বছরের জন্য পেয়ে যান দুর্দান্ত সব সুযোগ। কী সেই সুযোগগুলো?

পয়লা মার্চ থেকে নতুন এবং বর্তমান ফোন গ্রাহকদের নতুন অফার দিতে চলেছে রিলায়েন্স জিও। ‘জিও ফোন ২০২১’ নামক এই অফারে গ্রাহকরা দু’বছর পর্যন্ত আনলিমিটেড পরিষেবা পাবেন। ভয়েস কল, ডেটা বেনিফিট-সহ ১,৯৯৯ টাকায় নতুন জিও ফোন হ্যান্ডসেট পাওয়া যাবে এই অফারের মধ্যে। জিওর তরফে জানানো হয়েছে, ভারতের বর্তমান ফিচার ফোন ব্যবহারকারীদের প্রতিদ্বন্দ্বী টেলিকম নেটওয়ার্কের কোনও প্লানের জন্য অধিক মূল্য দিতে হচ্ছে। অনেক ক্ষেত্রে প্রায় ৫,০০০ হাজার টাকা পর্যন্ত দাম দিতে হয়।

নতুন জিও ফোন গ্রাহকদের জন্য জিও দু’ধরনের অফার নিয়ে আসছে। প্রথমটিতে দু’বছর বা ২৪ মাসের ভ্যালিডিটি থাকবে। ১,৯৯৯ টাকায় পাওয়া যাবে ফিচার জিও ফোন। তাতে থাকছে আনলিমিটেড ভয়েস কল ও প্রতিমাসে ২ জিবি ৪জি ডেটা। দ্বিতীয় ফোনে এক বছরের ভ্যালিডিটি থাকবে। সেক্ষেত্রে ১,৪৯৯ টাকায় একটি জিও ফোন ফিচার ফোন পাবেন। এই ফোনেও আনলিমিটেড ভয়েস কল ও দু’জিবি ৪জি ডেটা পাওয়া যাবে প্রতি মাসে।

আরও পড়ুন: কৃষক বিক্ষোভ নিয়ে টুইটারের সঙ্গে সংঘাত, বিকল্প ‘চাইনিজ’ অ্যাপ Koo-এর প্রচার বিজেপি নেতা- মন্ত্রীদের!

অন্যদিকে, বর্তমান জিও ফোন গ্রাহকরা ৭৪৯ টাকায় ১২ মাসের আনলিমিটেড সার্ভিস পাবেন। এক্ষেত্রেও থাকছে আনলিমিটেড ভয়েস কল ও প্রতি মাসে দু’জিবি ৪জি ডেটার সুবিধা।

অন্যান্য ফিচার ফোনগুলিতে ইন্টারনেটের সুবিধা না থাকলেও জিও ফোন নিজের গ্রাহকদের এই সুবিধা দিয়ে থাকে। শুধু তাই নয়, জিও ফোনে অ্যাপও ডাউনলোড এবং ইনস্টল করা যায়, যা অন্যান্য অধিকাংশ ফিচার ফোনে সম্ভব নয়। KaiOS সফটওয়ারে চলে জিও ফোন। এটি ফায়ারফক্স অপারেটিং সিস্টেমের কাস্টমাইজ রূপ— লিনাক্সের ওপেন সোর্স অপারেটিং সিস্টেম। এই প্রযুক্তিতেই অ্যান্ড্রয়েড পরিচালিত। হোয়াটসঅ্যাপ, ফেসবুক, গুগল অ্যাপ ও সার্ভিস জিও ফোনে পাওয়া যায়।

আরও পড়ুন: Tiktok-এর জায়গা নিতে এল ফেসবুকের নতুন অ্যাপ BARS, ভিডিয়ো বানাতে পারবেন র‍্যাপাররা

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest