Joker Virus Comes Back On Google Play Store Once Again, Hiding In These Android Apps

প্লে স্টোরে ফের জোকার ভাইরাসের আগমন! আপনার ফোনে এই অ্যাপগুলি আছে নাকি?

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

ফিরে এল জোকার ভাইরাস। একাধিক অ্যান্ড্রয়েড অ্যাপে ফের একবার ভয়ঙ্কর এই ভাইরাসের উপস্থিতির প্রমাণ পেয়েছেন বিশেষজ্ঞরা। প্রসঙ্গত, এই জোকার ভাইরাস হল ম্যালিশিয়াস কোড, যা অ্যান্ড্রয়েড অ্যাপের ভিতরে ঘাপটি মেরে লুকিয়ে থাকে! ক্যাসপারস্কি-র অ্যান্ড্রয়েড ম্যালওয়্যার অ্যানালিস্ট তাতিয়ানা শিশকোভা জানিয়েছেন যে, এখনও পর্যন্ত মোট ১৪টি অ্যান্ড্রয়েড অ্যাপে এই ম্যালওয়্যারের উপস্থিতি লক্ষ্য করা গিয়েছে। টুইট করে সেই সব অ্যাপের তালিকাও প্রকাশ করেছেন তাতিয়ানা।

জেনে রাখা ভাল, এই জোকার ম্যালওয়্যার আদতে এমনই এক ভাইরাস যা প্রায়শই গুগল প্লে স্টোর-এ ফিরে আসে। নিজের কোড পরিবর্তন করে বা প্লেলোড-রিট্রিভিং পদ্ধতির সাহায্যে গুগল-এর অফিসিয়াল অ্যাপ স্টোরে ক্ষণে ক্ষণে জায়গা করে নেয় জোকার নামের এই ‘ডেটা-চোর’ ম্যালওয়্যার। এটি ইউজারের গুরুত্বপূর্ণ তথ্য, SMS, কনট্যাক্ট লিস্ট, ডিভাইস তথ্য, OTP-সহ আরও একাধিক জিনিস চুরি করার ওস্তাদ।

সম্প্রতি যে ১৪টি অ্যাপে নতুন করে জোকার ভাইরাসের সন্ধান মিলেছে, সেগুলি এক নজরে দেখে নিন এবং যত দ্রুত সম্ভব আপনার ফোন থেকেও ডিলিট করে দিন অ্যাপগুলি।

১) সুপার-ক্লিক ভিপিএন

এটি একটি ফ্রি ভিপিএন অ্যাপ। গুগল প্লে স্টোর থেকে ইতিমধ্যেই এই অ্যাপ ডিলিট করা হয়েছে। তবে তার APK ফাইল এখনও পর্যন্ত রয়ে গিয়েছে।

২) ভলিউম বুস্টিং হিয়ারিং এইড

নমা শুনেই বোঝা যাচ্ছে। এই অ্যাপ ব্যবহার করলে আপনার স্মার্টফোনকেই হিয়ারিং এইড হিসেবে কাজে লাগানো যেতে পারে।

৩) ব্যাটারি চার্জিং অ্যানিমেশন বাবল এফেক্টস

ব্যাটারি চার্জ করার সময় আপনার স্মার্টফোনে কিছু অসাধারণ অ্যানিমেশন এফেক্টস দেখাতে পারে এই অ্যাপ।

৪) ফ্ল্যাশলাইট ফ্ল্যাশ অ্যালার্ট অন কল

এটি একটি ফ্ল্যাশ লাইট অ্যালার্ট অ্যাপ। কল চলাকালীন বা SMS পাঠানোর সময়ে ফ্ল্যাশ লাইট জ্বেলে অ্যালার্ট করে দেয় অ্যাপটি।

৫) ইজ়ি পিডিএফ স্ক্যানার

এটি একটি PDF স্ক্যানার অ্যাপ। প্লে স্টোর থেকে এই অ্যাপ সরানো হয়েছে। তবে আপনার ফোনে থাকলে এখনও প্রভূত ক্ষতির সম্ভাবনা।

৬) স্মার্টটিভি রিমোট

গুগল প্লে স্টোরে অত্যন্ত জনপ্রিয় একটি অ্যান্ড্রয়েড অ্যাপ। এই অ্যাপের সাহায্যে আপনার স্মার্টফোনকেই স্মার্টটিভির রিমোট হিসেবে ব্যবহার করা যেতে পারে।

৭) হ্যালোউইন কালারিং

এই অ্যাপ আসলে একটি গেম। হ্যালোউইন কালারিং এই গেমের মধ্যেও জোকার ভাইরাসের উপস্থিতি লক্ষ্য করা গিয়েছে।

৮) ক্লাসিক ইমোজি কিবোর্ড

এই অ্যাপের সাহায্যে ইউজাররা যে কোনও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে অন্তত ৩০০০ প্লাস অতিরিক্ত ইমোজি ব্যবহার করতে পারবেন।

৯) ভলিউম বুস্টার লাউডার সাউন্ড ইক্যুয়ালাইজার

এটিও অ্যান্ড্রয়েডের জন্য একটি ভলিউম বুস্টার অ্যাপ। এই অ্যাপের তরফ থেকে প্লে স্টোরের ডেসক্রিপশনে লেখা হয়েছে, ‘আপনার অ্যান্ড্রয়েড স্মার্টফোনের গুণমান বাড়াতে সাহায্য করবে।’

১০) সুপার হিরো এফেক্ট

এটি একটি স্পেশ্যাল এফেক্ট অ্যাপ। এর সাহায্যে ফায়ার, লাইটনিং, এনার্জি, লেজ়ার এফেক্টস-সহ একাধিক সুবিধা পাওয়া সম্ভব।

১১) ব্যাটারি চার্জিং অ্যানিমেশন ওয়ালপেপার

আপনার ফোন ১০০ শতাংশ চার্জ হয়ে গেলে অ্যালার্ট করবে এই অ্যাপটি। আপনি যাতে দ্রুত চার্জার থেকে আপনার ফোন আনপ্লাগ করেন, সেই দিকটা নজর রাখে এই অ্যান্ড্রয়েড অ্যাপ।

১২) ড্যাজ়লিং কিবোর্ড

পার্সোনালাইজ় কিবোর্ডের যাঁরা খোঁজ করেন, তাঁদের জন্য অত্যন্ত সহায়ক এই অ্যাপ।

১৩) ইমোজিওয়ান কিবোর্ড

আর একটি কিবোর্ড অ্যাপ, যা জেসচার ইনপুটস, ক্লাউড প্রেডিকশন এবং ভয়েস ইনপুট দিতে সক্ষম।

১৪) নাও QRকোড স্ক্যান

এই অ্যাপ ব্যবহার করলে আপনার মোবাইল ফোন প্রফেশনাল মাল্টি-ফাংশনাল বারকোড স্ক্যানার।

এসএমএস, নোটিফিকেশন, ম্যাসেজ, কন্ট্যাক্ট ডিটেইলসের মাধ্যমে ডেটা চুরি করে এই ম্যালওয়ার। সেই ডেটা বিক্রি হতে পারে ডার্ক ওয়েবেও। এই ডেটার মাধ্যমে মূলত টার্গেটেড অ্যাড হতে পারে। কিন্তু ব্যাঙ্ক ডিটেলসের মাধ্যমে হ্যাকিং, পরিচয়পত্র চুরির মতো ভয়ানক ঘটনাও হতে পারে।

তাই অ্যাপের ক্ষেত্রে সবসময়ে এই নিয়মগুলি মেনে চলুন:

১. অনামী এবং তেমন জনপ্রিয় নয় এমন অ্যাপ ইনস্টল করবেন না।

২. অ্যাপ প্লে স্টোর থেকেই ডাউনলোড করুন। অন্য কোথাও থেকে নয়।

৩. অ্যাপে পারমিশান গ্রান্ট করার আগে ভাল করে খতিয়ে দেখুন।

৪. এসএমএস, কল, ই-মেলের ক্ষেত্রে ডিফল্ট অ্যাপই ব্যবহার করুন।

৫. ফোনে জরুরি তথ্যাদি (যেমন ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেইলস) লিখে বা ছবি তুলে রাখবেন না।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest