Site icon The News Nest

সিইও-র পাশাপাশি মাইক্রোসফটের চেয়ারম্যান পদে এই ভারতীয় বংশোদ্ভূত

satya nadela

সত্য নাদেলার মুকুটে নয়া পালক৷ বিশ্বের বৃহত্তম সফটওয়্যার সংস্থা মাইক্রোসফটের চেয়ারম্যান নিযুক্ত হলেন ভারতীয় বংশোদ্ভুত নাদেলা৷ বুধবারই এই পদে তাঁর নাম ঘোষণা করা হয়৷

এতদিন মাইক্রোসফটের চেয়ারম্যান ছিলেন জন থম্পসন৷ তাঁরই স্থলাভিষিক্ত হলেন সত্য নাদেলা৷ এর আগে নাদেলা ছিলেন সংস্থার চিফ এক্সিকিউটিভ অফিসার৷ ২০১৪ সালে তাঁকে ওই পদে নিয়ে আসা হয়েছিল৷ ওই বছরই মাইক্রোসফটের চেয়ারম্যান হন জন থম্পসন৷ প্রযুক্তি উপদেষ্টা ছিলেন বিল গেটস৷ নাদেলা চেয়ারম্যান হওয়ার পর জন থম্পসনকে কোম্পানির স্বাধীন ডিরেক্টর করা হয়েছে৷

আরও পড়ুন :  কেন্দ্র নিরাপত্তা তুলল মুকুলের, দিল রাজ্য, ছিল ‘জেড’, হল ‘ওয়াই’ নিরাপত্তা

১৯৯২ সালে মাইক্রোসফটে যোগ দিয়েছিলেন হায়দরাবাদের সত্য নাদেলা৷ তখন তাঁর বয়স ছিল ২৪ বছর৷ কোম্পানিতে যোগ দেওয়ার পরে সংস্থার বিভিন্ন পণ্য ও পরিষেবাকে বিশ্বের বাজারে ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন তিনি৷ কাজের স্বীকৃতিস্বরূপ ২০১৪ সালে তাঁকে কোম্পানি অন্যতম সিইও করা হয়৷ সাত বছর পর অবশেষে চেয়ারম্যান পদে পেলেন নাদেলা৷

বুধবারই মাইক্রোসফটের তরফে বিবৃতি জারি করে নাদেলার নতুন নিয়োগের কথা জানানো হয়। যদিও এর সঙ্গে সঙ্গেই বিল গেটেসের পর নতুন রেকর্ড করতে চলেছেন নাদেলা। মাথায় উঠতে চলছে নতুন পালক। এর আগে একই সঙ্গে চেয়ারম্যান ও সিইও-র দায়িত্ব সামলেছিলেন বিল গেটস। পরবর্তীতে ২০০০ সালের গোড়ায় মাইক্রোসফটের চিফ এক্সিকিউটিভ অফিসারের পদ থেকে সরে আসেন তিনি। চেয়ারম্যানের পর পদ থেকে ইস্তফা দেন ২০১৪-তে।

সত্য নাদেলা ভারতের হায়দ্রাবাদের (বতমানে তেলেঙ্গানায় ) এক তেলেগু ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর বাবা বুক্কাপুরম নাদেলা যুগান্ধার তেলেঙ্গানার অনন্তপুর জেলার বাসিন্দা। তিনি প্রাক্তন আইএএস। বি এন যুগান্ধার ২০০৪ থেকে ২০০৯ সাল পর্যন্ত মনমোহন সিং সরকারের পরিকল্পনা কমিশনের একজন সদস্য ছিলেন। সত্য নাদেলা হায়দ্রাবাদেই তার স্কুল জীবন শুরু করেন। তারপর তিনি কর্ণাটকে মনিপাল ইনিস্টিটিউট অফ টেকনোলজিতে ইঞ্জিনিয়ারিংএ ভর্তি হন।

ভারত থেকে যুক্তরাষ্ট্রে আসার পর নাদেলা উইসকনসিন-মিলওয়াকি বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার বিজ্ঞানে এমএসসি অর্জন করেন এবং শিকাগো বিশ্ববিদ্যালয় থেকে একটি এমবিএ পাশ করেছেন।নাদেলা বলেন “আমি সবসময় কিছু তৈরি করতে চেয়েছিলাম।” আমি জানতাম যে কম্পিউটার বিজ্ঞান হল এমনই একটা বিষয় যা আমার ইচ্ছাকে পূরণ করতে পারে।

আরও পড়ুন : মাত্র ২২ টাকার রিচার্জেই এক মাস নেট! জানুন ৫টি সস্তার প্ল্যান

 

Exit mobile version