Parag Agarwal of Indian origin as Twitter CEO, his career at a glance and salary

Twitter CEO পদে ভারতীয় বংশোদ্ভূত পরাগ আগরওয়াল, একনজরে তাঁর কেরিয়ার, বেতন

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

জ্যাক ডর্সি (Jack Dorsey resigned) সরে দাঁড়ানোর পর তাঁর জায়গায় এখন পরাগ আগরওয়াল (Twitter CEO Parag Agrawal’s profile)৷ সোশ্যাল মিডিয়া জায়েন্ট টুইটারের সিইও (new Twitter CEO) পদে ভারতীয় বংশোদ্ভূত ৷ এতদিন তিনি ছিলেন কোম্পানির সিটিও ৷ ডর্সিকে সরিয়ে সেই জায়গায় অন্য কারওকে বসানো হবে বলে খবর রটেছিল ৷ অবশেষে দেখা গেল, কোম্পানিরই সুযোগ্য কর্মী পরাগের কাঁধে পড়ল গুরুদায়িত্ব ৷

কে এই পরাগ আগরওয়াল (Who is Parag Agrawal)?

গুগলের মাথায় বসে থাকা আর এক ভারতীয় বংশোদ্ভূত টেক সিইও সুন্দর পিচাইয়ের মতোই পরাগ আগরওয়ালও (profile of new Twitter CEO) আইআইটি-র ছাত্র ৷ ‘মিষ্টভাষী’ মানুষটি আইআইটি মুম্বইয়ের প্রাক্তনী ৷ 45 বছরের পরাগকে বেশ পছন্দ করতেন জ্যাক ডর্সিও ৷ টুইটারের শীর্ষতম পদে যাওয়ার জন্য এই বিষয়টিও পরাগের জন্য বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে ৷

এই বিরাট দায়িত্ব পালনের জন্য পরাগ আগরওয়ালকে বার্ষিক এক মিলিয়ন মার্কিন ডলার পারিশ্রমিক দেবে টুইটার ৷ ভারতীয় মুদ্রায় যার মূল্য প্রায় 7.5 কোটি ৷ সঙ্গে থাকছে 12.5 মিলিয়ন মার্কিন ডলার মূল্যের স্টক কমপেনসেশন ৷ এই ভারতীয় বংশোদ্ভূতের জন্য আমাদের তরফেও রইল অনেক শুভেচ্ছা

একটি প্রেস বিজ্ঞপ্তিতে পরাগ আগরওয়ালের কেরিয়ার নিয়ে কিছু তথ্য জানিয়েছে টুইটার ৷ সেখান থেকেই জানা গিয়েছে, 2011 সালে টুইটারে কাজ শুরু করেন পরাগ আগরওয়াল ৷ 2017 সাল থেকে তিনি কোম্পানির চিফ টেকনোলজি অফিসার বা সিটিও ৷ কোম্পানির প্রযুক্তিগত রণকৌশল, কোম্পানিকে এগিয়ে নিয়ে যাওয়ায় নেতৃত্ব দেওয়া-সহ নানা কাজ একা হাতে সামলাতে হত তাঁকে ৷ সিটিও হিসেবে নিযুক্ত হওয়ার আগে, পরাগ 2016 এবং 2017 সালে ইউজারদের উপর প্রভাব বৃদ্ধি এবং রাজস্ব ও উপভোক্তা সংক্রান্ত ইঞ্জিনিয়ারিং-এ নিজের দক্ষতার প্রমাণ রেখে টুইটারের প্রথম ডিস্টিংগুইশড ইঞ্জিনিয়ার হয়ে উঠেছিলেন ৷

জন্ম মুম্বইতে ৷ ছোট থেকেই অঙ্ক প্রিয় বিষয় ৷ অ্যাটমিক এনার্জি সেন্ট্রাল স্কুলের ছাত্র পরাগ আগরওয়াল আইআইটি মুম্বই থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং-এ স্নাতক পাশ করেন ৷ এরপর আরও উচ্চতর শিক্ষার জন্য তিনি 2005 সালে চলে যান আমেরিকা ৷ স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে তিনি কম্পিউটার সায়ান্সে পিএইচডি করেন ৷ 2011 সালে টুইটারে যোগ দেওয়ার আগে তিনি অল্প সময়ের জন্য মাইক্রোসফট, এটিঅ্যান্ডটি ও ইয়াহু-তে কাজ করেছেন ৷ এই তিনটি কোম্পানিতেই তাঁর কাজ ছিল মূলত গবেষণামূলক ৷ টুইটারে কাজ শুরু করার পর প্রথম দিকে তিনি বিজ্ঞাপন সংক্রান্ত কাজ করতেন ৷ তবে খুব কম দিনের মধ্যেই তাঁকে আরও বড় দায়িত্বে আনা হয় ৷ 2017 সালে প্রোমোশন পেয়ে তিনি হন টুইটারের সিটিও ৷

এ বার টুইটারের শীর্ষস্থানের দায়িত্ব তাঁর কাঁধে এলেও সুন্দর পিচাই বা সত্য নাদেল্লার মতো তিনি খুব পরিচিত নাম নন ৷ তাই টুইটারের সিইও-র দায়িত্ব পাওয়ার পর কর্মীদের উদ্দেশে পরাগের বার্তা, “আপনাদের মধ্যে কেউ আমায় চেনেন, আবার অনেকে চেনেন না ৷ এখান থেকেই আমাদের যাত্রা শুরু হোক ভবিষ্যতের পথে ৷ আমি জানি আপনাদের অনেক প্রশ্ন আছে, আমাদের আলোচনারও অনেক কিছু আছে ৷ আগামিকাল আমরা অল হ্যান্ডস মিটে অনেকটা সময় কাটাব আর প্রশ্নোত্তর পর্ব ও আলোচনা চালাব ৷”

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest