Realme C25: পকেটসই দামে 6000 mAh ব্যাটারি, 4 GB RAM

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

লঞ্চ হল Realme C25 । রিয়েলমির C সিরিজের স্মার্টফোনের লাইনআপ-এ এটি নবতম সংযোজন। চলতি মাসের শুরুতেই প্রকাশ্যে এসেছিল Realme C21 ।

Realme C25-এর সবচেয়ে বড় আকর্ষণ নিঃসন্দেহে এর শক্তিশালী ব্যাটারি। রিয়েলমির এই নতুন বাজেট স্মার্টফোনে থাকছে 6000 mAh-এর ব্যাটারি। ফলে একটানা বহুক্ষণ ব্যবহারের জন্য এটি আদর্শ।

আর একটানা ব্যবহারের কথা বললেই গেমারদের কথা মাথায় আসে। সেক্ষেত্রে জানিয়ে রাখি, থাকছে ৪ জিবি RAM । সেই সঙ্গে MediaTek-এর Helio G70 প্রসেসর। ফলে ফ্রিফায়ার খেলতে খুব বেশি সমস্যা হবে না।

আরও পড়ুন: ১,৯৯৯ টাকায় নতুন হ্যান্ডসেট আনছে Jio, আনলিমিটেড ভয়েস কল-৪জি ডেটা

এক নজরে দেখে নিন Realme C25-এর স্পেসিফিকেশান :

RAM : 4 GB

Internal Memory : 64 GB/ 128 GB

Processor : MediaTek Helio G70, Octa-core

ব্যাটারি : 6000 mAh (18w ফাস্ট চার্জিং)

ডিসপ্লে : 6.5-inch HD+

রিয়ার ক্যামেরা : 48+2+2 MP

ফ্রন্ট ক্যামেরা : 8 MP (Waterdrop notch)

সফটওয়্যার : Android 11 ভিত্তিক Realme UI 2.0

USB : Type C port

ইন্দোনেশিয়ায় স্মার্টফোনটির বেস ভার্সান (৬৪ জিবি ROM) লঞ্চ হয়েছে। সেটির দাম IDR 2,299,000 । ভারতীয় মুদ্রায় যা দাঁড়াচ্ছে ১১,৫০০ টাকা। অর্থাত্ এন্ট্রি লেভেলের আশেপাশেই দাম থাকবে বলে মনে করা হচ্ছে।

আগামী ২৭ মার্চ থেকে ইন্দোনেশিয়ায় বিক্রি শুরু। ভারতে কবে বিক্রি সে বিষয়ে এখনও কিছু জানায়নি সংস্থা। তবে খুব শীঘ্রই প্রকাশ্যে আসবে বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন: বাজেট কম? তা হলে এই ৫টি স্মার্টফোন দেখতে পারেন…

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest