Redmi Note 9: 4 GB RAM, 48 megapixel camera for only 12,000 rupees

Redmi Note 9: মাত্র ১২,০০০ টাকায় ৪ জিবি RAM, ৪৮ মেগাপিক্সেল ক্যামেরা, জানুন

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

অনেকেই ১০ থেকে ১৫ হাজার টাকা রেঞ্জের মধ্যে স্মার্টফোন খোঁজেন। যাতে মোটামুটি ভাল ছবি, ভালো ব্যাটারি লাইফ ও একটু ব্যাটেলগ্রাউন্ড খেলা গেলেই যথেষ্ট। ফলে বেশিরভাগ সংস্থা এই সেগমেন্টটিকে বেশ সিরিয়াসভাবে নেয়। বিশেষত Redmi এই রেঞ্জে নিত্যনতুন মডেল আনে। সেরকমই একটি হল Redmi Note 9। গত জুলাই মাসের মাঝামাঝি এই ফোন বাজারে এসেছে। বেশিরভাগ টেক রিভিউয়াররাই এর ইতিবাচক ফিডব্যাক দিয়েছেন।

সময় নষ্ট না করে এক নজরে দেখে নিন Redmi Note 9-এর স্পেসিফিকেশন :

RAM : 4 GB/ 6 GB

Internal Memory : 64 GB/ 128 GB

Processor : Helio G85 অক্টা কোর প্রসেসর

ব্যাটারি : 5,020mAh, 22.5W ফাস্ট চার্জার

ডিসপ্লে : ৬.৩৫ ইঞ্চি HD+

রিয়ার ক্যামেরা : 48+8+2+2 MP

ফ্রন্ট ক্যামেরা : 13 MP

আরও পড়ুন: Huawei P50, P50 Pro: এই দুরন্ত 4G ফোনে আছে 50-MP ক্যামেরা! জানুন দাম ও স্পেসিফিকেশন

Redmi Note 9-এর দাম কত? (Redmi Note 9 Price)

৪ জিবি RAM,৬৪ জিবি মডেল: ১১, ৯৯৯ টাকা।

৬ জিবি RAM, ১২৮ জিবি মডেল: ১৪,৯৯৯ টাকা।

৪ জিবি RAM, ১২৮ জিবি মডেল: ১৩,৯৯৯ টাকা।

এই দামে Poco M2 Pro, Samsung Galaxy M21, Realme Narzo 10, Realme 6-কে টক্কর দেবে Redmi Note 9 ।

আরও পড়ুন: গোপনে আপনার ফেসবুক প্রোফাইল কে কে দেখছে তা কি জানতে চান? উপায় দেখে নিন

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest