Solar And Lunar Eclipse In October 2023: Check Date, Time And Place

Solar And Lunar Eclipse: একই মাসেই সূর্যগ্রহণ-চন্দ্রগ্রহণ; ভারতে কবে ও কখন দেখা যাবে জেনে নিন

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

এই মাসে সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণ দু’টোই দেখা যাবে। এই দু’টি গ্রহণই ভারতে দৃশ্য। শুধু নির্ধারিত সময় অনুযায়ী আপনাকে আকাশের দিকে চোখ রাখতে হবে। এবার নিশ্চয়ই এত কিছু জানার পরে আপনার মনে হচ্ছে সূর্যগ্রহণ হোক বা চন্দ্রগ্রহণ, এসব কোথা থেকে দেখা যাবে? আর কবেই বা দেখা যাবে? চলুন জেনে নেওয়া যাক আপনি এই মহাজাগতিক ঘটনা কবে, কোথায় ও কখন দেখতে পাবেন।

এই বছরের শেষ সূর্য গ্রহণ ১৪ অক্টোবর, আশ্বিন অমাবস্যার দিন। শনিবার, মহালয়ার দিন ঘটবে এই গ্রহণ। এটি বৃত্তাকার সূর্যগ্রহণ হতে চলেছে। রিং অফ ফায়ারও বলা যেতে পারে এটিকে। ১৪ অক্টোবর রাত ১১টা ২৯ মিনিটে শুরু হবে, গ্রহণ শেষ হবে রাত ১১টা ৩৪ মিনিটে। ভারত সহ পশ্চিম আফ্রিকা, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকার মতো বিভিন্ন জায়গা থেকে দেখা যাবে সূর্যগ্রহণ।

আরও পড়ুন: WhatsApp-এ পড়বে তালা! ইউজারদের সুরক্ষা বাড়াতে নয়া ফিচার মেটার

২৮ থেকে ২৯ অক্টোবর আংশিক চন্দ্রগ্রহণ। পৃথিবী যখন সূর্য ও চাঁদের মধ্যিখানে চলে আসে তখন পৃথিবীর ছায়া পড়ে চাঁদের উপর, আর এই ঘটনাকেই বলা হয় চন্দ্রগ্রহণ। পৃথিবীর জন্য যখন সূর্যের আলো পুরোপুরি ঢাকা পড়ে যায় তখন তাকে বলে পূর্ণ চন্দ্রগ্রহণ অন্য়দিকে যখন চাঁদের একটি অংশ ঢাকা পড়ে তখন হয় আংশিক চন্দ্রগ্রহণ।

রাত ১টা ৬ থেকে- রাত ২টো ২৩-এর মধ্যে পৃথিবীর ছায়া পড়বে চাঁদের উপর। এই সময় একটি আংশিক চন্দ্রগ্রহণ ঘটবে। এশিয়া, রাশিয়া, আফ্রিকা, আমেরিকা, ইউরোপ, অ্যান্টার্কটিকা এবং ওশেনিয়া-সহ দিগন্তের উপরে চাঁদ যেখানেই থাকবে সেখান থেকেই দেখা যাবে গ্রহণ।   ২৮ অক্টোবর ১১টা ৩১ থেকে শুরু হবে চন্দ্রগ্রহণ। চলবে পরের দিন ২৯ অক্টোবর ভোর ৩টে ৩৬ মিনিট পর্যন্ত।

আরও পড়ুন: ISRO: সফল চন্দ্রযান, এবার গগনযান আপডেট ইসরোর, পরের বছরই যাত্রা শুরু!

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest