Solar Eclipse 2021: Last Surya Grahan of this year on December 4, check India timings, where and how to watch!

Solar Eclipse 2021: এ বছরের শেষ সূর্যগ্রহণ শনিবার, ভারত থেকে কি দেখা যাবে?

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

আগামি কাল, ডিসেম্বরের ৪ এ বছরের শেষ সূর্যগ্রহণ। আন্টার্কটিকা থেকে এটি দেখা যাবে। যেহেতু পূর্ণগ্রাস গ্রহণ, তাই গোটা সূর্যই ঢেকে যাবে চাঁদে।

ডিসেম্বর সকাল ১০টা ৫৯ মিনিটে শুরু হবে এই গ্রহণ। তবে পূর্ণ গ্রাস শুরু হবে বেলা সাড়ে বারোটা নাগাদ। গ্রহণ তার চূড়ান্ত পর্বে পৌঁছবে দুপুর ১টা ৩ মিনিটে। গ্রহণ চলবে মোট ৪ ঘণ্টা ৮ মিনিট ধরে।  আফ্রিকা, অস্ট্রেলিয়া, দক্ষিণ আমেরিকা এবং অ্যান্টার্কটিকা থেকে সেই গ্রহণ দেখা যাবে। ভারত থেকে সেই গ্রহণ পরিলক্ষিত হবে না। তার ফলে ভারতে সূতক কাল প্রয়োজ্য হবে না।

আরও পড়ুন: YouTube: দেখা যাবে না ‘ডিসলাইক’-এর সংখ্যা, জেনে নিন ইউটিউব-এর নয়া নিয়ম

শনি অমাবস্যার দিন সূর্যগ্রহণে অশুভ যোগ থাকার প্রবল সম্ভাবনা রয়েছে ৷ সূর্যগ্রহণের সময়ে রাহু (Rahu) ও কেতুর (Ketu) মাধ্যমে প্রতারিত হন স্বয়ং সূর্যদেব (Sun) ৷ এই কারণ দুর্বল হয়ে পড়েন সূর্য ৷ এর খারাপ প্রভাব সারা পৃথিবীতেই পড়ে ৷ গর্ভবতী মহিলাদের এই সময়ে বেশ কিছু কাজ থেকে বিরত থাকতে হবে ৷ যেমন সব্জি কাটা, শয়ন করা (শুয়ে থাকা), কাপড় ইস্ত্রি করা সমেত বেশ কিছু উত্তেজক কাজ পরিহার করাই ভাল ৷

গ্রহণ চলার সময় গরুর গোবর পেটে লেপে রাখতে পারেন গর্ভবতী মহিলারা তাতে অত্যন্ত সুফল পাওয়া যাবে বলেই মনে করা হচ্ছে ৷  গ্রহণের ফলে সূর্যের নেতিবাচক রশ্মি মানসিকতাকে প্রভাবিত করে ৷ এই কারণেই কোনও কাজ করা উচিৎ নয় ৷ মানসিক ভাবে ঈশ্বরের নাম সংকীর্তন করা উচিৎ ৷

আরও পড়ুন: Twitter CEO পদে ভারতীয় বংশোদ্ভূত পরাগ আগরওয়াল, একনজরে তাঁর কেরিয়ার, বেতন

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest