Super Moon: Mark your calendars: first Supermoon of 2023, the Buck Moon

Super Moon: গুরুপূর্ণিমার দিনই দেখা যাবে অতিকায় Buck Moon! কেরামতি দেখাবে নীল চাঁদ

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

সোমবার দেখা যাবে বছরের প্রথম সুপারমুন (Super Moon)। গুরুপূর্ণিমার দিন ওই চাঁদ দেখতে মুখিয়ে আকাশপ্রেমীরা। চাঁদ যে পৃথিবীর খুব কাছাকাছি আসবে তাই নয়, বছরের এই সময়ে চাঁদ আকাশের সবচেয়ে নিচের দিকে থাকে। জুলাই মাসের এই পূর্ণচন্দ্রকে ডাকা হয় ‘বাক মুন’ নামে।

কেন এমন নাম? আসলে এই সময় পুরুষ হরিণের শিং বৃদ্ধি পায়। তারই ইংরেজি নাম ‘বাকে’র কারণেই তাই এই নামে ডাকা হয় জুলাই মাসের পূর্ণিমার চাঁদকে। এছাড়াও ‘থান্ডার মুন’, ‘হে মুন’, ‘স্যালমন মুন’ ও ‘রাসবেরি মুন’ নামেও ডাকা হয় এমাসের পূর্ণিমার চাঁদকে। সুপারমুন বা দানব চাঁদ এবং ব্লু-মুন বা নীল চাঁদের দেখা পাওয়ার মধ্যে অবশ্য খুব অবাক করা কিছু দেখেন না জ্যোতির্বিজ্ঞানীরা। কিন্তু রাতের অন্ধকারে চাঁদকে অন্য দিনের চেয়ে অন্য রকম দেখতে লাগলে চোখ টানে সবারই। তাই সুপারমুন এবং ব্লু-মুন সাধারণ মানুষকে অবাক করে প্রতি বারই।

আরও পড়ুন: Lunar eclipse 2023: আজ রাতে অন্য রূপে ধরা দেবে চাঁদ! জানুন কখন-কোথায়-কীভাবে দেখবেন

এবারের পূর্ণিমায় চাঁদ অন্যান্য পূর্ণিমার (Full Moon) থেকে অনেক বেশি কাছাকাছি আসবে পৃথিবীর। তাই একে ডাকা হচ্ছে সুপারমুন বলে। এটাই বছরের প্রথম সুপারমুন বলে আকাশপ্রেমীদের উৎসাহ তুঙ্গে। এদিন চাঁদকে তুলনামূলক ভাবে বেশি বড় ও উজ্জ্বল দেখাবে। চাঁদ থাকবে পৃথিবী থেকে মাত্র ৩ লক্ষ ৬১ হাজার ৯৩৪ কিমি দূরত্বে।

কেবল সোমবারই নয়, রবিবার ও মঙ্গলবারও চাঁদকে খুবই উজ্জ্বল ও বড় দেখাবে বলে জানা যাচ্ছে। তবে এই চাঁদ সুপারমুন হলেও এবছর যে চারটি সুপারমুন দেখা যাবে তার মধ্যে সবচেয়ে ছোট। এরপর ১ আগস্ট, ৩০ আগস্ট ও ২৯ সেপ্টেম্বর যে সুপারমুনগুলি দেখা যাবে সেখানে চাঁদকে আরও বড় দেখাবে।

আরও পড়ুন: Mobile Recharge Plan: ৩৫ দিনের বাম্পার রিচার্জ প্ল্যান আনল এয়ারটেল, নতুন চমক গ্রাহকদের জন্য

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest