২০২১এর রাস পূর্ণিমা তিথির পাশাপাশি ১৯ শে নভেম্বর দিনটি খুবই গুরুত্বপূর্ণ। প্রায় ৫০০ এর বেশি বছর পর এই দিনেই হবে দীর্ঘতম আংশিক চন্দ্রগ্রহণ। এই চন্দ্রগ্রহণ থাকবে প্রায় ৩ ঘন্টা ২৯ মিনিট ধরে। জ্যোতির্বিজ্ঞানীদের মতে ২০২১ সালের আলাদা একটি তাৎপর্য রয়েছে। চলতি বছরের দ্বিতীয় এবং শেষ এই চন্দ্রগ্রহণটি আংশিক চন্দ্রগ্রহণ এবং যার সময় হবে খুব দীর্ঘ। এই চন্দ্রগ্রহণ এর আগে হয়েছিল ১৪৪০ সালে।
১) আংশিক চন্দ্রগ্রহণ কোথা থেকে দেখা যাবে?
মহাকাশ সংস্থা নাসা জানিয়েছে, ১৮ নভেম্বর এবং ১৯ নভেম্বরের মধ্যবর্তী রাতে (মার্কিন সময় অনুযায়ী) আংশিক গ্রহণ হবে। সেই সময় কয়েক ঘণ্টার জন্য পৃথিবীর ছায়ায় আংশিকভাবে ঢাকা পড়ে যাবে চাঁদ। বিশ্বের যে প্রান্তে চাঁদ উঠে যাবে, সেখান থেকেই এই গ্রহণ দেখা যাবে।
সেইমতো ইউরোপ, পূর্ব এশিয়া উত্তর-পশ্চিম আফ্রিকা এবং প্রশান্ত মহাসাগর এলাকা থেকে চন্দ্রগ্রহণ দেখা যাবে। চন্দ্রগ্রহণ দেখা যাবে ভারতের কয়েকটি অংশ থেকেও।
২) ভারতের কোথা থেকে আংশিক চন্দ্রগ্রহণ দেখা যাবে?
ভারতে বছরের শেষ চন্দ্রগ্রহণ দেখা যাবে। তবে তা শুধুমাত্র উত্তর-পূর্ব ভারতের একাংশ থেকে পরিলক্ষিত হবে। এমপি বিড়লা প্ল্যানেটোরিয়ামের রিসার্চ অ্যান্ড অ্যাকাডেমিকের অধিকর্তা দেবীপ্রসাদ দুয়ারি সংবাদসংস্থা পিটিআইকে জানিয়েছেন, অসম এবং অরুণাচল প্রদেশের কয়েকটি এলাকা থেকে গ্রহণ দেখা যাবে। তবে খুব বেশিক্ষণ দেখা যাবে না গ্রহণ।
৩) চন্দ্রগ্রহণের সময়?
শুক্রবার (১৯ নভেম্বর) বেলা ১২ টা ৪৮ মিনিট থেকে শুরু হবে আংশিক চন্দ্রগ্রহণ। চলবে বিকেল ৪ টে ১৭ মিনিট পর্যন্ত। অর্থাৎ তিন ঘণ্টা ২৮ মিনিট ২৪ সেকেন্ড গ্রহণ চলবে।