Top 9 most fuel efficient petrol cars in India

Top Mileage Cars: কম জ্বালানিতে বেশি মাইলেজ দেয় এই গাড়িগুলি

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

দিন দিন বেড়ে চলেছে পেট্রোল-ডিজেলের দাম। এই পরিস্থিতিতে অবশ্যই আপনি এমন গাড়ি চাইবেন যা জ্বালানি সাশ্রয়ী। এই বছরে ভারতে কোন গাড়িগুলি কম জ্বালানিতে বেশি মাইলেজ দিচ্ছে, দেখে নিন এক নজরে…

মারুতি সেলেরিও AMT- 26.68kpl: সবচেয়ে কম জ্বালানির প্রয়োজন হয় মারুতির সেলেরিও গাড়িটিতে। এটি গাড়িটির এক লিটার তেলে ২৬.৬৯ কিলোমিটার পথ দৌড়াতে পারে।

মারুতি সুজুকি ডিজায়ার AMT- 24.12kpl: কম জ্বালানির গাড়ির তালিকায় দু নম্বরে রয়েছে মারুতি সুজুকি ডিজায়ার। এটি প্রতি লিটার তেলে ২৪.১২ কিলোমিটার ছুটতে পারে।

টয়োটা গ্ল্যানজা/ মারুতি সুজুকি বালেনো 23.87kpl: এই তালিকায় পিছিয়ে নেই মারুতি সুজুকির বালেনোও। এই গাড়িটি প্রতি লিটারে ২৩.৮৭ কিমি মাইলেজ দেয়।

মারুতি সুইফট AMT- 23.76kpl: কম তেল সাশ্রয়ী গাড়ির তালিকায় রয়েছে মারুতি সুইফটও। এটিও বালেনোর মতই ২৩.৭৬ কিলোমিটার চলতে পারে ১ লিটার তেলে।

মারুতি সুজুকি অলটো – 22.05kpl: মারুতি সুজুকির ক্ষুদ্রতম মডেলটি 0.8-লিটার ইঞ্জিন দ্বারা চালিত। এই অলটো গাড়িটি প্রতি লিটারে ২২.০৫ কিলোমিটার পথ যেতে পারে।

রেনল্ট কেউইড 1.0 AMT- 22kpl: সবচেয়ে কম দামি ছোট গাড়ি হিসেবে পরিচিত রেনল্ট কেউইড। এন্ট্রি-লেভেল সেগমেন্টে সবচেয়ে জ্বালানি সাশ্রয়ী গাড়ি এটি। ১ লিটার তেলে এটি ২২ কিলোমিটার পথ যায়।

মারুতি সুজুকি ওয়াগনার 1.0- 21.79kpl: কম তেল সাশ্রয়ী গাড়ির তালিকায় রয়েছে মারুতি ওয়াগনারের। এই গাড়িটির ২১.৭৯ কিলোমিটার পথ যেতে ১ লিটার জ্বালানি দরকার হয়।

ডাস্টান রেডিগো AMT- 22kpl: ডাস্টান রেডিগোও কোনও অংশে পিছিয়ে নেই। এটিও ২২ কিলোমিটার পথ অতিক্রম করতে পারে মাত্র ১ লিটার জ্বালানিতে।

মারুতি সুজুকি এস-প্রেসো- 21.7kpl: মারুতি সুজুকি এস-প্রেসো প্রতি লিটার জ্বালানিতে ২১.৭ কিলোমিটার দৌড়াতে পারে।

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest