Video and voice calls can now be made via Gmail, with a special feature coming soon

Gmail-এর মাধ্যমে এবার করা যাবে ভিডিও ও ভয়েস কল, শীঘ্রই আসছে বিশেষ ফিচার

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

বিশ্বজুড়ে Gmail-এর খ্যাতি নিয়ে প্রশ্ন তুললে, তা বোকামো ছাড়া আর কিছুই হবে না৷ ইমেল ব্যবহারকারীদের একটা বড় অংশই এই প্ল্যাটফর্মের উপর নির্ভরশীল৷ অফিসিয়াল বা আন-অফিসিয়াল কাজের ক্ষেত্রে, রোজকার তথ্য চালাচালি করতে, অধিকাংশই ব্যবহার করেন Gmail৷ করোনা পরিস্থিতিতে অধিকাংশ অফিসই ওয়ার্ক ফ্রম হোম (Work From Home)।

এখন বাড়িতে বসেই অফিসের যাবতীয় কাজ সারেন কর্মীরা। ফলে Gmail এর পাশাপাশি ভিডিও কলিং অ্যাপের প্রতি নির্ভরতাও বেড়েছে আমজনতার। বহুক্ষেত্রে ভিডিও কনফারেন্সও করতে হয়। সেই কারণেই সবদিক বিবেচনা করে এবার বিশেষ ফিচার নিয়ে আসছে Gmail।

ভাবছেন তো কবে থেকে মিলবে এই পরিষেবা?  গুগলের তরফে জানানো হয়েছে, নভেম্বর অর্থাৎ মাস দুয়েকের মধ্যেই Gmail-এ যুক্ত হবে নতুন ভিডিও ও ভয়েস কল বাটন। Gmail অ্যাপের সাহায্যেই একে অপরের সঙ্গে সহজেই কথা বলতে পারবেন ব্যবহারকারীরা। জানা গিয়েছে, নতুন এই ফিচারে কোনও ব্যক্তির অ্যাকাউন্ট বেছে নিয়ে তা ডায়াল করলে, তাঁর ফোন রিং হবে। যে কোনও স্মার্টফোন থেকে এই কলের উত্তর দেওয়া যাবে। নতুন এই ফিচার নিয়ে উচ্ছ্বসিত ব্যবহারকারী।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest