Want to know who is secretly viewing your Facebook profile?

গোপনে আপনার ফেসবুক প্রোফাইল কে কে দেখছে তা কি জানতে চান? উপায় দেখে নিন

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

আপনার প্রোফাইলে কোন পোস্ট, কে দেখতে পারবেন, তার সম্পূর্ণ নিয়ন্ত্রণ আপনাকেই দেয় ফেসবুক। এছাড়াও, পোস্টে কে কমেন্ট করতে পারবেন, তা-ও সিলেক্ট করা যায়। এর পরেও ভুয়া প্রোফাইল তৈরি করে অনেকেই ফেসবুকে নজরদারি চালাতে থাকে। যদিও, এটা শুধু ফেসবুকের সমস্যা নয়। প্রায় সব সোশ্যাল প্ল্যাটফর্মেই এই সমস্যা দেখা যায়। কিন্তু আপনার প্রোফাইলে কে কে ঢুকছে, তা জানার কোনও উপায় দেয়নি ফেসবুক। তবে, আপনার উপরে কে নজরদারি করছেন তা জানার উপায় রয়েছে।

ফেসবুকের মতে, আপনার প্রোফাইল কে কে ভিজিট করেছেন, তা জানা সম্ভব নয়। তবে, চিন্তা করার কারণ নেই। আপনার ফেসবুক প্রোফাইল কারা দেখছে, কত বার দেখছে, সেই সব কিছুই জেনে নেওয়ার উপায় আমাদের কাছে রয়েছে। কীভাবে, জেনে নিন।

আরও পড়ুন : স্তন ঝুলে যাচ্ছে ? চিন্তায় আছেন ? জেনে নিন সমাধান

সোর্স কোডের মাধ্যমে

ব্রাউজার সোর্স কোডের মাধ্যমে আপনার ফেসবুক প্রোফাইল কে কে ভিজিট করেছেন, তা জানা সম্ভব। তার জন্য আপনাকে কোনও থার্ড পার্টি টুল ব্যবহার করতে হবে না। কী ভাবে এই কাজ করবেন, জেনে নিন।

ক্রোম ব্রাউজারে ফেসবুক ওপেন করুন।

এবার নিজের প্রোফাইল ওপেন করুন।

স্ক্রিনে যে কোনও ফাঁকা জায়গায় রাইট ক্লিক করুন।

এবার ভিউ পেজ সোর্স সিলেক্ট করুন।

চাইলে কি-বোর্ডে কন্ট্রোল + ইউ শর্টকাট ব্যবহার করেও সোর্স কোড ওপেন করতে পারবেন।

এবার ওয়েবসাইটের সোর্স কোড খুলে যাবে। এখানে অনেক লেখা দেখে ঘাবড়ে যাবেন না।

তারপরে কি-বোর্ডে কন্ট্রোল + এফ সিলেক্ট করে InitialChatFriendsList টাইপ করুন।

এবার InitialChatFriendsList-এর পরে আপনি অনেকগুলো নম্বর দেখতে পাবেন। যারা আপনার প্রোফাইল ভিজিট করেছেন, তাদের প্রোফাইল আইডিগুলো এখানে দেখতে পাবেন।

যে কোনও একটি নম্বর সিলেক্ট করে ব্রাউজার URL-এ facebook.com/ প্রোফাইল আইডি টাইপ করে পাশে নম্বর লিখে দিন।

যেমন – প্রোফাইল আইডি 100004652644837-2 হলে 100004652644837 কপি করে URL বিভাগে facebook.com/100004652644837 টাইপ করে এন্টার প্রেস করুন।

এবার যে ব্যক্তি আপনার প্রোফাইল ভিজিট করেছেন, তার প্রোফাইল আপনার কম্পিউটারে ওপেন হয়ে যাবে।

ফেসবুক এক্সটেনশন

সোর্স কোডের মাধ্যমে এই প্রক্রিয়া জটিল মনে হলে আপনি ফেসবুক ব্রাউজার এক্সটেনশনের মাধ্যমে জানতে পারবেন কে আপনার প্রোফাইলে ঢুঁ মেরেছিল। জেনে নিন উপায়:-

ক্রোম ওয়েব স্টোর থেকে ফ্ল্যাটবুক এক্সটেনশন ডাউনলোড করুন।

এবার এড টু ক্রোম সিলেক্ট করুন।

আপনার ব্রাউজারে এই এক্সটেনশন ইনস্টল হয়ে যাবে।

এবার ব্রাউজার থেকে আপনার ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন করে ফ্ল্যাটবুক এক্সটেনশন আইকনে ট্যাপ করুন।

তার পরে প্রোফাইল ভিজিটর অপশন সিলেক্ট করুন।

এখানে আপনি সর্বোচ্চ ২০ জন প্রোফাইল ভিজিটরকে দেখতে পাবেন।

যে কোনও প্রোফাইল আইকনের উপরে ক্লিক করুন।

২০১৪ সালে Who Viewed My Profile? নামে একটি ফিচার নিয়ে এসেছিল ফেসবুক। এই ফিচারে শেষ ৩০ দিনে আপনার প্রোফাইল কে কে ভিজিট করেছে, তা দেখে নেওয়া যেত। এখনও দেখা যায়। কী ভাবে এই ফিচার আপনি ব্যবহার করবেন, জেনে নিন।

ফেসবুক অ্যাপ ওপেন করুন।

ডান দিকে উপরে থ্রি ডট মেনু সিলেক্ট করুন।

এবার সিলেক্ট করুন প্রাইভেসি শর্টকাট।

তা পরে Who Viewed My Profile? অপশনটি সিলেক্ট করুন।

এখানে শেষ ৩০ দিনে আপনার প্রোফাইল যারা ভিজিট করেছে, তাদের দেখা যাবে।

আরও পড়ুন : Male Contraceptive Pills: এবার পুরুষদের জন্যও জন্মনিরোধক ওষুধ!

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest