WhatsApp: People read open WhatsApp chats on desktop? This trick will blur the message

WhatsApp: ল্যাপটপে হোয়াট্‌সঅ্যাপ খোলেন? জানুন গোপন তথ্য আড়াল করবেন কী ভাবে

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

অফিসের ল্যাপটপেও অনেকেই হোয়াট্‌সঅ্যাপ ব্যবহার করেন। কাজের ক্ষেত্রে সুবিধা হলেও, কিছু ক্ষেত্রে ল্যাপটপে হোয়াট্সঅ্যাপ ব্যবহার করা বেশ ঝুঁকির।  ল্যাপটপের বড় পর্দায় হোয়াট্‌সঅ্যাপ খুললেই গোপনীয়তা আর বজায় থাকে না। পাশে বসে থাকা সহকর্মীর চোখটি হয়তো অজান্তেই আপনার ল্যাপটপের পর্দায় আটকে থাকে। ফলে ব্যক্তিগত কথোপকথন অনেকেই আর্কাইভ করে রাখেন। অথবা ওইটুকু সময়ের জন্য গোপনীয় কথাবার্তা বন্ধ রাখেন। তবে এখন থেকে আর এত কিছুর দরকার পড়বে না। হোয়াট্‌সঅ্যাপ সংস্থা গ্রাহকদের এই অসুবিধার কথা মাথায় রেখে এক নতুন বৈশিষ্ট্য নিয়ে হাজির হয়েছে।

‘ডব্লিউ এ ওয়েব প্লাস’ নামে একটি ওয়েব এক্সটেনশন এই সমস্যা দূর করতে সাহায্য করবে। এর মাধ্যমে হোয়াট্‌সঅ্যাপের গোপনীয়তা রক্ষা হবে। এটির মাধ্যমে আপনি প্রয়োজনে যাঁর সঙ্গে কথা বলছেন তাঁর নাম, ছবি এবং মেসেজ ‘ব্লার’ অর্থাৎ, ঝাপসা করে দিতে পারেন।

আরও পড়ুন: Fake Websites: আসল বা নকল ওয়েবসাইটের পার্থক্য বুঝবেন যেভাবে…

কী ভাবে ঝাপসা করবেন হোয়াট্‌সঅ্যাপের বার্তা?

১) গুগ্‌ল প্লে স্টোরে গিয়ে ‘ডব্লিউ এ ওয়েব প্লাস’ ডাউনলোড করুন।

২) ডাউনলোড করা হয়ে গেলে ‘শর্টকাট’ টুলবার খুলবে। সেটিতে ক্লিক করুন।

৩) হোয়াট্সঅ্যাপ চালু করতে শর্টকাটে ক্লিক করুন।

৪) এক্সটেনশন মেনু খুলতে আরও এক বার শর্টকাটে ক্লিক করেন।

এই ওয়েব প্লাস আপনার অনুপস্থিতিতেও সুরক্ষিত রাখবে হোয়াট্সঅ্যাপ বার্তা। আপনি চাইলে কোথাও বেরোনোর আগে হোয়াট্সঅ্যাপ সুরক্ষিত করতে একটি লক স্ক্রিন পাসওয়ার্ড সেট করতে পারেন। ল্যাপটপে হোয়াট্সঅ্যাপ খোলা থাকলেও পাসওয়ার্ড ছাড়া কেউ দেখতে পারবেন না।

আরও পড়ুন: UPI লেনদেনে এবার গুনতে হবে অতিরিক্ত টাকা, লাগু হচ্ছে এপ্রিল থেকেই!

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest