ভারতীদের জন্য সুখবর! নয়া প্রাইভেসি পলিসি না মানলে ডিলিট হচ্ছে না অ্যাকাউন্ট

এই সময়ের মধ্যে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে কিছুটা সীমিত সুবিধা পাওয়া যাবে।
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

গত বছরের শেষেই নতুন প্রাইভেসি পলিসি আনতে শুরু করে হোয়াটসঅ্যাপ। কিন্তু তুমুল সমালোচনার মুখে প্রাইভেসি পলিসি গ্রহণের সময়সীমা ১৫ মে পর্যন্ত পিছিয়ে দেয় সংস্থা। তবে এবার সেই সময়সীমা বাতিল করল সংস্থা। পিটিআই সূত্রে খবর, আগামী ১৫ মের সময়সীমা বাতিল করেছে WhatsApp । আর নয়া প্রাইভেসি পলিসি অ্যাকসেপ্ট না করলেও কোনও অ্যাকাউন্ট ডিলিট করা হবে না।

ফেসবুকের আয়ত্তাধীন এই জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্মটি চলতি বছরের গোড়াতেই ইউজারদের নোটিফিকেশন দিতে শুরু করেছিল। সেই সময় বলা হয়েছিল, ৮ ফেব্রুয়ারির মধ্যে হোয়াটসঅ্যাপের প্রাইভেসি পলিসির আপডেট না করলে নিষ্ক্রিয় করে দেওয়া হবে অ্যাকাউন্ট। নয়া পলিসি ঘিরে বিভ্রান্তি ও বিতর্ক দেখা দেয়। সরব হয়েছিল কেন্দ্রীয় সরকারও। যার জেরে ১৫ মে পর্যন্ত পিছিয়ে দেওয়া হয়।

আরও পড়ুন: ফোনের ব্যাক কভারে হলুদ ছোপ? কীভাবে পরিষ্কার করবেন, জেনে নিন

নয়া প্রাইভেসি পলিসি নিয়ে সারা বিশ্বজুড়ে বিতর্কের পরও নিজের সিদ্ধান্ত থেকে সরে দাঁড়ায়নি হোয়াটসঅ্যাপ। যদিও এই কারণে ব্যাপক ধস নামে সংস্থার। বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মে গুজব রটে, নয়া পলিসি অ্যাকসেপ্ট না করলে ইউজারদের ব্যক্তিগত তথ্য তৃতীয় একটি সংস্থার হাতে চলে যেতে পারে। তাতে সাইবার দুনিয়ায় হ্যাকারদের জন্য বেশ লাভই হল। তবে এক্ষেত্রে সংস্থা থেকে বলা হয়, ১৫ মের মধ্যে পলিসি অ্যাকসেপ্ট না করলে ইউজারকে আরও ১২০ দিনের অতিরিক্ত মেয়াদ বরাদ্দ দেওয়া হবে।

এই সময়ের মধ্যে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে কিছুটা সীমিত সুবিধা পাওয়া যাবে। মেসেজিং অ্যাপের সব পরিষেবা থেকে বঞ্চিত হতে হবে আপনাকে। নোটিফিকেশন, ভিডিয়ো কল, হোয়াটসঅ্যাপ কল এলেও মেসেজ পাঠানো বা মেসেজ পড়া-কোনওটাই করতে পারবেন না। এই ১২০ দিন অতিরিক্ত সময়ের মধ্যেও যদি কোনও ইউজার নয়া পলিসি অ্যাকসেপ্ট না করে, তাহলে তাঁর অ্যাকাউন্টটা ডিলিট করে দেওয়া হবে। এ প্রসঙ্গে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ জানিয়েছে, নয়া প্রাইভেসি পলিসির মাধ্যমে কোনও ইউজারের ব্যাক্তিগত তথ্য অন্য তৃতীয় সংস্থায় চলে যাবে না। ইউজারদের ব্যক্তিগত তথ্য সংরক্ষিতই থাকবে।

আরও পড়ুন: ভেঙে পড়তে চলেছে চিনা রকেটের ১০০ ফুট লম্বা ভিতরের অংশ, বিশ্বজুড়ে আতঙ্ক

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest