Site icon The News Nest

Wifi Router: বাড়িতে রাতভর চলছে WiFi রাউটার? শরীরের কতটা ক্ষতি করছে জানেন

Wifi Router

এখন ওয়ার্ক ফ্রম হোম আর অনলাইন স্ট্রিমিং সার্ভিসের দৌলতে ওয়াইফাই রাউটারের প্রয়োজন বেড়েছে। আজকাল প্রায় যে কোনও বাড়িতেই ঢুঁ মারলে খেয়াল করবেন ড্রয়িং রুমের দেয়াল থেকে, নয়তো বেডরুম থেকে উুঁকি মারছে সাদা-কালো নানা ধরনের, নানা প্রকারের রাউটার। আর সেটাই চিন্তা বাড়িয়েছে স্বাস্থ্য বিশেষজ্ঞদের।  সারা রাত ওয়াইফাই চালিয়ে রাখার ফলে কী-কী ক্ষতি হচ্ছে আপনি জানেন?

আরও পড়ুন: Chandrayaan 3 : লক্ষ্য চাঁদের দক্ষিণ মেরু, আজ দুপুর ২:৩৫ নাগাদ রওনা দেবে চন্দ্রযান-৩

আরও পড়ুন: Tech Mahindra: AI ভবিষ্যৎ, ৮০০০ কর্মীকে বিশেষ ট্রেনিং এই টেক সংস্থার

 

Exit mobile version