আজ চন্দ্রগ্রহণ, দেখা যাবে ভারত থেকেও, জেনে নিন কোন সময় দেখা যাবে…

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

ওয়েব ডেস্ক: শুক্রবার রাতে ভারতে দেখা যাবে বছরের প্রথম ও একমাত্র চন্দ্রগ্রহণ। গ্রহণ দেখা যাবে গোটা দেশ থেকে। এছাড়া প্রায় গোটা এশিয়া, ওশিয়ানিয়া। আফ্রিকা ও পূর্ব ইউরোপের একাংশ থেকে দেখা যাবে চাঁদের প্রচ্ছায়া গ্রহণ। গত ১০ জানুয়ারি চাঁদের ঠিক একই রকম একটি প্রচ্ছায়া গ্রহণ হয়েছিল। তবে তা ভারত থেকে দেখা যায়নি। 

৫ জুন রাত ১১টা ১৫ থেকে শুরু হবে গ্রহণ। ৬ জুন রাত ২টো ৩৪ মিনিট পর্যন্ত চলবে। পূর্ণাঙ্গ পর্যায়ে গ্রহণটি দেখা যাবে ৬ জুন রাত ১২টা ৫৪ মিনিটে। গ্রহণ চলবে ৩ ঘণ্টা ১৮ মিনিট। দীর্ঘ সময় ধরে চাঁদকে ফ্যাকাসে দেখতে পাওয়া যাবে। পুরোপুরি ঢাকা পড়বে না। কারণ, এটি উপচ্ছায়া চন্দ্রগ্রহণ। উপচ্ছায়া চন্দ্রগ্রহণ তখনই হয় যখন সূর্য ও চন্দ্রের মাঝামাঝিতে পৃথিবী চ‌লে এলেও সরলরেখায় থাকে না।

আরও পড়ুন: নাসার অ্যালার্ট! সাঁই সাইঁ করে পৃথিবীর দিকে ধেয়ে আসছে ১৭১ ফুট চওড়া গ্রহাণু

চন্দ্রগ্রহণ অবশ্য খালি চোখেই দেখা যায়। সূর্যগ্রহণের মতো চন্দ্রগ্রহণ দেখতে আলাদা সতর্কতার প্রয়োজন নেই। চোখের ক্ষতির কোনও আশঙ্কাও নেই। তবে টেলিস্কোপের সাহায্যে এই গ্রহণ দেখলে নিঃসন্দেহে গ্রহণের সৌন্দর্য আরও ভাল ভাবে ধরা পড়বে।

দেখে নিন পশ্চিমবঙ্গের কোন শহরে কখন গ্রহণ লাগছে গ্রহণ

শিলিগুড়ি – গ্রহণ লাগবে রাত ১১.১৬ মিনিটে/ গ্রহণ ছাড়বে রাত ০২.৩৪ মিনিটে 

মালদা – গ্রহণ লাগবে রাত ১১.১৬ মিনিটে/ গ্রহণ ছাড়বে রাত ০২.৩৪ মিনিটে 

কৃষ্ণনগর – গ্রহণ লাগবে রাত ১১.১৬ মিনিটে/ গ্রহণ ছাড়বে রাত ০২.৩৪ মিনিটে 

বর্ধমান – গ্রহণ লাগবে রাত ১১.১৬ মিনিটে/ গ্রহণ ছাড়বে রাত ০২.৩৪ মিনিটে 

বাঁকুড়া – গ্রহণ লাগবে রাত ১১.১৬ মিনিটে/ গ্রহণ ছাড়বে রাত ০২.৩৪ মিনিটে 

কলকাতা – গ্রহণ লাগবে রাত ১১.১৬ মিনিটে/ গ্রহণ ছাড়বে রাত ০২.৩৪ মিনিটে 

মেদিনীপুর – গ্রহণ লাগবে রাত ১১.১৬ মিনিটে/ গ্রহণ ছাড়বে রাত ০২.৩৪ মিনিটে 

কাকদ্বীপ – গ্রহণ লাগবে রাত ১১.১৬ মিনিটে/ গ্রহণ ছাড়বে রাত ০২.৩৪ মিনিটে 

তবে আকাশে মেঘ থাকায় গ্রহণ কতটা দেখা যাবে তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। 

আরও পড়ুন: নিরাপদ নয়! গুগল প্লে স্টোর থেকে সরল টিকটক-বিকল্প Mitron

Gmail
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest