Site icon The News Nest

‘ধন্যবাদ নয়, আপনি শুধু হুকুম করুন’, কেজরিওয়ালের কৃতজ্ঞতায় আপ্লুত কিং খান

kejriwal SRK

ওয়েব ডেস্ক: যাবতীয় বিতর্কের অবসান ঘটিয়ে করোনা মোকাবিলায় বাংলা, দিল্লি, মহারাষ্ট্র একাধিক রাজ্যের ত্রাণ তহবিলে বিপুল অর্থসাহায্য করেছেন শাহরুখ খান। শুধু তাই নয়, বিগ বাজেট সিনেমার প্রোডাকশনের মতো একেবারে ছকে দিয়েছেন কোন রাজ্যের জন্য তাঁর কোন সংস্থা কী করবে। কোন কোন এলাকার দুস্থদের কাছে খাবারের প্যাকেট পৌঁছে যাবে। বলিউড বাদশার তরফে এমন সাহায্যপ্রাপ্তিতে আপ্লুত মমতা বন্দ্যোপাধ্যায়, উদ্ধব ঠাকরে থেকে অরবিন্দ কেজরিওয়াল প্রত্যেকেই। আর তাই শাহরুখকে ধন্যবাদ জানিয়ে কেজরিওয়াল টুইট করছিলেন। প্রত্যুত্তরে কিং খান যা বললেন, তাতে আরও একবার শাহরুখে মুগ্ধ দেশবাসী।

আরও পড়ুন: বলিউডি গানের তালে টেবিল টেনিস! ভাইরাল হল শিখর ধাওয়ানের ভিডিও

দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল ট্যুইটে লেখেন, ‘ধন্যবাদ শাহরুখজী। আপনার এই কথা এবং অকুন্ঠ দান এই কঠিন সময়ে অনেক মানুষের জীবনে আলো নিয়ে আসবে।’ এই ধন্যবাদের উত্তরে কিং খান পালটা ট্যুইটে লেখেন, ‘স্যার ধন্যবাদ জানাবেন না। বরং আপনি হুকুম করুন। দিল্লির ভাই-বোনদের পাশে সব সময়ে আছি। ঈশ্বর চাইলে এই কঠিন সময় থেকে আমরা দ্রুত বেরিয়ে আসতে পারব। আপনার প্রশাসনের যাঁরা রাতদিন কাজ করে চলেছেন তাঁদের ঈশ্বর আরও ক্ষমতা দিন, শক্তি দিন।’

আরও পড়ুন: বাঙালি লাস্যময়ী কন্যা ঋতাভরী! দেখুন সুন্দরীর বাছাই ছবি…

আদিত্য ঠাকরে ট্যুইটে লিখেছিলেন, ‘এই সাহায্যের জন্যে অনেক অনেক ধন্যবাদ শাহরুখজী।’ উত্তরে কিং খান লেখেন, ‘এমন সময়ে একে অপরকে ধন্যবাদ জানানোর কোনও প্রয়োজনই নেই। আমরা তো একটা পরিবার। মহারাষ্ট্রের জন্যে যে কঠিন কাজ নিরন্তর আপনারা করে যাচ্ছেন তার জন্যে আমরা কৃতজ্ঞ। তবে একটা কথা। নিজের জন্যে একটু সময় পেলেই এক-দুটো কবিতা লিখবেন। অনেক ভালোবাসা রইল…’

আরও পড়ুন: করোনা আতঙ্কের মাঝেই বিয়ের দিনক্ষণ পাকা হয়ে গেল রণবীর-আলিয়ার!

Exit mobile version