ওয়েব ডেস্ক: কথা দিয়েছিলেন, মীর ফাউন্ডেশনের ৪ তলা অফিস পুরোটাই সাধারণ মানুষের সেবায় বদলে দেবেন কোয়ারেন্টাইন সেন্টারে। প্রতিশ্রুতিমতো করলেনও তাই। শাহরুখ খান ও স্ত্রী গৌরী খানের মীর ফাউন্ডেশনের অফিসকে পুরোপুরি বদলে ফেলা হল কোয়ারেন্টাইন সেন্টারে।
করোনা সংক্রমণ রুখতে সাধারণ মানুষের পাশে আগেই দাঁড়িয়েছেন শাহরুখ খান। প্রধানমন্ত্রী এবং ৩ রাজ্যের মুখ্যমন্ত্রীদের ত্রাণ তহবিলে অনুদানের পর পরই শাহরুখ ঘোষণা করেন, তাঁর ৪তলা অফিসকে কোয়ারেন্টাইন সেন্টার গড়ে তোলার জন্য বিএমসি-কে দিচ্ছেন এই কঠিন সময়ে। যেমন কথা তেমনি কাজ। শাহরুখের ৪তলা অফিসেই তৈরি হল বিএমসির একটি কোয়ারেন্টাইন সেন্টার। যেখানে ২২ আসনের শয্যা তৈরি করা হয়েছে।
আরও পড়ুন:শরীরচর্চাতেও হটনেস অ্যালার্ট! মুহূর্তে ভাইরাল সুস্মিতা- রোহমানের ভিডিও
View this post on InstagramA post shared by Gauri Khan (@gaurikhan) on
শাহরুখ-পত্নী গৌরী খান ইতিমধ্যেই তাঁদের অফিসে খোলা কোয়ারেন্টাইন সেন্টারের ছবি এবং ভিডিয়ো শেয়ার করেন নিজের সোশ্যাল হ্যান্ডেলে। শুধু তাই নয়, শাহরুখের সংস্থা মীর ফাউন্ডেশনের তরফেও ওই পদক্ষেপের কথা জানানো হয়।
পুরো বিষয়টি দেখভাল করেছেন গৌরী নিজে। তিনি যে খ্যাতনামা ইন্টিরিয়র ডিজাইনার সেকথা সবারই জানা। তাই নিজের ভাবনার দিয়েই আধুনিক সুবিধাযুক্ত কোয়ারেন্টাইন সেন্টার সাজালেন শাহরুখ-ঘরনি আগামী সপ্তাহের মধ্যেই কোয়ারেন্টাইন সেন্টার ব্যবহার করতে পারবে বৃহন্মুম্বই পুরনিগম।
আরও পড়ুন: মোনালির রেসিপি দেখে বাড়িতেই বানিয়ে নিন আইসক্রিম! দেখুন ভিডিও