রুক্ষ ত্বকের দারুণ দাওয়াই গ্লিসারিন! জেনে নিন বিস্তারিত

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

শীতকালে ত্বকের অনেক বেশি যত্ন নিতে‌ হয়। শীতে রূপচর্চার জন্যে খুব উপকারী গ্লিসারিন। সরাসরি কিংবা ফেস প্যাকের সঙ্গে মিশিয়ে গ্লিসারিন ব্যবহার করা যায়। রইল গ্লিসারিনের অনেকগুলি উপকারিতা সম্পর্কে বিস্তারিত তথ্য।

  • ত্বকের খুব ভাল ময়েশ্চারাইজারের কাজ করে গ্লিসারিন। শুষ্ক, বিবর্ণ ত্বকের জন্যে এটি খুব কাজে লাগে। গ্লিসারিনকে সরাসরি ত্বকেও ব্যবহার করা যায়।
  • ত্বকের খুব ভাল ময়েশ্চারাইজারের কাজ করে গ্লিসারিন। শুষ্ক, বিবর্ণ ত্বকের জন্যে এটি খুব কাজে লাগে। গ্লিসারিনকে সরাসরি ত্বকেও ব্যবহার করা যায়।

আরও পড়ুন: ড্রাই স্কিন? শীতে ফেস প্যাকে যে ৫টি জিনিস ব্যবহার করবেন না

  • গ্লিসারিন ত্বকের ওপর থেকে ময়লা পরিষ্কার করতে অর্থাৎ ত্বক ক্লিনজিং করতে খুবই ভাল। গোলাপ জলের সঙ্গে অল্প পরিমাণ গ্লিসারিন মিশিয়ে ত্বক পরিষ্কার করুন। এটা নিয়মিত রাতে শোয়ার আগে করলে ত্বক পরিষ্কার থাকে ও বন্ধ কোষগুলি পুনরায় খোলে।
  • ত্বকের পুষ্টি জোগাতে গ্লিসারিনের জুড়ি মেলা ভার।সেজন্যেই যে কোনও প্রসাধনীতে গ্লিসারিন ব্যবহার করা হয়। তবে উপকার আরও বেশি পেতে নিয়মিত ময়েশ্চারাইজারের সঙ্গে গ্লিসারিন মিশিয়ে ব্যবহার করুন।
  • এছাড়াও ফেস প্যাকে গ্লিসারিন যোগ করতে পারেন। এর ফলে ত্বক পর্যাপ্ত পুষ্টি পায়। ফলস্বরূপ ত্বক কোমল থাকে।
    ব্রণ কমাতেও সাহায্য করে গ্লিসারিন। মুখে ব্রণর জায়গায় অল্প তুলোয় করে গোলাপ জল ও গ্লিসারিন মিশিয়ে লাগিয়ে নিন। এতে শুধু নতুন ব্রণ কমবে না। ধীরে ধীরে পুরনো ব্রণের দাগও উঠে যাবে।
  • রুক্ষ ও খসখসে ত্বকের চিকিৎসায় বেশির ওষুধে গ্লিসারিন ব্যবহার করা হয়। ঠান্ডা, দূষণ ও আরও অন্যান্য কারণে ত্বক কমলতা নষ্ট হয়ে যায়। এই সময় গ্লিসারিন ব্যবহার করলে রোগ নির্মূল হয়ে আপনার ত্বক হয়ে উঠবে স্বাস্থ্যবান।

আরও পড়ুন: বাড়িতে উদযাপন করলেও সাজুন মন খুলে, রইলো আপনার বছর শেষের মেকআপ টিপস

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest